নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা কম থাকলেও দিনের পর দিন ভারতে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। যে কারণে বিরোধী রাজনৈতিক দলের নেতারা পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে চতুর্দিকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন। আর এই প্রতিবাদ-বিক্ষোভের পরেও দাম বৃদ্ধি কমছে না। যে কারণে অনেকেই মনে করছেন এইভাবে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেও পড়বে কোপ।
টানা বেশ কয়েকদিন পেট্রোল ও ডিজেলের দাম সমানভাবে বৃদ্ধি পাওয়ার পর দিন কয়েক ধরে পেট্রোলের দামে স্থিরতা এলেও ডিজেলের দাম বেড়েই চলেছে। শনিবারও ডিজেলের দাম দেশজুড়ে বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে লিটার প্রতি ১৩ পয়সা থেকে বেড়েছে ১৮ পয়সা। এদিন সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়েছে দিল্লিতে, যেখানে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ১৮ পয়সা। প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে থাকে সরকারি তেল সংস্থাগুলি। সরকারি এই তেল সংস্থাগুলির তরফ থেকে নির্ধারিত করে দেওয়া দাম প্রতিদিন লাগু হয় সকাল ছটার সময়। পেট্রোল ও ডিজেলের যা দাম তাতে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করে তার প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় উপভোক্তাদের।
শনিবার দেশের বিভিন্ন রাজ্যে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম
পেট্রোলের দাম লিটার প্রতি চেন্নাইয়ে : ৮৩.৬৩/-, দিল্লিতে : ৮০.৪৩/-, কলকাতায় : ৮২.১০/-, মুম্বইয়ে : ৮৭.১৯/-।
লিটার প্রতি ডিজেলের দাম চেন্নাইয়ে : ৭৮.৫০/-, দিল্লিতে : ৮১.৫২/-, কলকাতায় : ৭৬.৬৭/- এবং মুম্বইয়ে : ৭৯.৭১/-।