ফোন পে, গুগল পে কিংবা পেটিএম, ঝটপট ব্যালেন্স জানার উপায়

একটা সময় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) ডিজিটাল ইন্ডিয়া (Digital India) গড়ার লক্ষ্যে ভারতীয় নাগরিকদের ডিজিটাল ক্যাশলেস (Cashless) লেনদেন করার জন্য উৎসাহিত করেন। ভারতের ক্যাশলেস ইকোনোমি গড়ে তোলার জন্য হাতে হাতে নগদ কারবারের পরিবর্তে অনলাইন পেমেন্ট করার জন্য আহ্বান জানান তিনি। তখন ভারতে অনলাইন পেমেন্ট সিস্টেম মানুষের মধ্যে প্রচলন অতটা সহজ ছিল না। কিন্তু কথায় বলে চেষ্টা কখনো বিফল হয় না।

২০১৭ সালের আগে মানুষ ইন্টারনেট সম্পর্কে জানলেও সেভাবে ইন্টারনেট ব্যবহার করতে জানতো না কিন্তু ২০১৭ সালে ডিজিটাল ক্রান্তি হিসেবে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ফোরজি লঞ্চ হওয়ার পর মানুষের কাছে ইন্টারনেটের পরিভাষা বদলে যায়। প্রযুক্তির দৌলতে অনলাইন ভিডিও কলিং, ফেসবুক, অনলাইন শপিং থেকে শুরু করে ব্যাঙ্কিং সিস্টেম পর্যন্ত মানুষের হাতের মুঠোয় চলে আসে। এরপরই ফোন পে (PhonePe), গুগল পে (Google pay), পেটিএম (PayTM) জাতীয় নানান ইউপিআই অ্যাপগুলি (UPI app) প্রকট হয়ে ওঠে। আর যার মাধ্যমে টাকা-পয়সার লেনদেন, অনলাইন কেনাকাটা করা সহজ হয়ে পড়ে। এমন কি ব্যাঙ্কে না নিয়েও মানুষ যত্রতত্রই জেনে ফেলতে পারেন নিজের ব্যাঙ্ক ব্যালেন্স। তবে এখনও অনেক মানুষই আছেন যারা অ্যাপের মাধ্যমে ব্যালেন্স জানতে পারেন না। এই প্রদিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কি ভাবে এই অ্যাপে সহজেই জেনে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট।

ফোনপে-তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি

১) আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ফোনপে অ্যাপটি খুলুন।
২) এখন, হোমপেজে, মানি ট্রান্সফার ট্যাবের অধীনে, ‘চেক ব্যাঙ্ক ব্যালেন্স’ বিকল্পটি খুঁজুন এবং এটিতে চাপ দিন।
৩) যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা হয়ে থাকে, তাহলে ব্যাঙ্ক নির্বাচন করুন। এরপর আপনার ইউপিআই পিন লিখুন এবং জমা বোতামে চাপ দিন।

পেটিএম-এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি

১) আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে পেটিএম অ্যাপটি খুলুন।
২) হোমপেজে থাকা ব্যালেন্স অ্যান্ড হিস্টরি বিকল্পে চাপ দিন।
৩) নীচে স্ক্রোল করুন এবং আপনি তালিকাভুক্ত ব্যাঙ্কগুলি দেখতে পাবেন। এখানে ‘চেক ব্যালেন্স’ বিকল্পে চাপ দিন।
৪) আপনার ইউপিআই পিন লিখুন এবং জমা বোতামে চাপ দিন।

গুগল পে-তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি

১) আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে গুগল পে অ্যাপটি খুলুন।
২) নীচে স্ক্রোল করুন এবং ‘চেক ব্যাঙ্ক ব্যালেন্স’ নামক বিকল্পটি চাপুন।
৩) যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা হয়ে থাকে, তাহলে ব্যাঙ্ক নির্বাচন করুন। এরপর আপনার ইউপিআই পিন লিখুন এবং জমা বোতামে চাপ দিন।