Safe Drive Save Life, কুকুরের মাথাতেও হেলমেট, প্রশংসা নেটদুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন : যানবাহন চালানোর ক্ষেত্রে সুরক্ষার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে Safe Drive Save Life-এ কত না প্রচার করা হয়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই চলে এই প্রচার। তবে এই প্রচার ও সচেতনতাবার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কিছু মানুষের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আইন ভাঙার। যার ফলশ্রুতি হিসেবে রাস্তায় দেখতে পাওয়া যায় হেলমেটহীন বাইক আরোহীকে, সিগন্যাল না মেনে গাড়ি ছোটাতে, লাগামছাড়া গতিতে ছুটতে। তবে এসবের মাঝেই একটি পোষ্য কুকুর রাস্তায় হেলমেট পড়ে বাইকে চেপে সাওয়ারি করে সেই সমস্ত আইন লংঘন করা মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে আইন মানতে হয়।

২০১৯ সালের নতুন মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী আইন ভাঙলে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হবে। গত সেপ্টেম্বর মাসে দেশের সর্বত্র এই নতুন আইন চালু হয়ে গিয়েছে। তাই জরিমানা দেওয়ার ভয়ে আইন ভাঙার অনেকটাই কমেছে যানবাহন নিয়ে পথচলতি মানুষদের। আর এই আইন মানতে গিয়ে এক স্কুটি চালক যা করলেন তা সমাজে দৃষ্টান্ত রাখলো। ওই স্কুটি চালক বাইকে যাওয়ার সময় শুধু নিজে নয়, হেলমেট পড়ে রাস্তায় নিয়ে গেলেন তার সঙ্গে থাকা পোষ্য কুকুরটিকেও। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ওই স্কুটি চালকের নাম কে করুণা করন। তিনি দিল্লির বসন্তবিহারের দক্ষিণ পশ্চিম এলাকার বাসিন্দা। পোষ্য সারমেয়কে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া অবস্থার একটি ছবি প্রেরণা সিং বিন্দ্রা নামে এক মহিলা তার টুইটার একাউন্টে পোস্ট করার সাথে সাথেই প্রশংসা কুড়াচ্ছে।