বিশ্বের এই ৪ জায়গায় মহিলাদের প্রবেশ নিষেধ, আপনার হয়তো জানা নেই

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে মহিলাদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। বিশ্বের পাশাপাশি ভারতীয় এই নিষেধাজ্ঞা ছিল শবরীমালা মন্দিরে। যদিও আদালতের নির্দেশের পর এখন এই মন্দিরে মহিলারা প্রবেশ করতে পারেন। ভারতে এই শবরীমালা মন্দিরে এখন মহিলারা প্রবেশ করতে পারলেও বিশ্বের এমন ৪টি জায়গা রয়েছে যেখানে নিয়মে এখনো কড়াকড়ি। অজ্ঞাত কারণে এখানে প্রবেশ করতে পারেন না মহিলারা।

১) উত্তর গ্রিসের মাউন্ট এথোস পর্বত এবং উপদ্বীপ। যেখানে ২০০০ এর বেশি সন্ন্যাসী বসবাস করেন। এটি সন্ন্যাসীদের মঠ। এখানে হাজারের বেশি বছর ধরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। মহিলারা ছাড়াও এখানে পশুদের প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। মহিলারা এখানে প্রবেশের জন্য আগে একবার আন্দোলন করেও সফল হননি।

২) জাপানের মাউন্ট ওমিনে বসবাস করেন ইয়ামাবুশি সন্ন্যাসীরা। এখানেও মহিলাদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। এখানে ধর্মীয় বিশ্বাসকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে এবং তারই পরিপ্রেক্ষিতে এই জায়গায় মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার উপর হস্তক্ষেপ করা হয় না। অনেক ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য দাবি তোলা হলেও তা গ্রাহ্য হয়নি। এখনো মন্দিরের গায়ে লেখা রয়েছে ‘মহিলাদের প্রবেশ নিষেধ’।

৩) রাজস্থানের রনকপুরের জৈন মন্দিরে মহিলারা প্রবেশ করতে পারলেও তাদের কঠোর নিয়ম মেনে চলতে হয়। কি কি নিয়ম পালন করতে হবে তা নিয়ে মন্দিরের বাইরে একটি নির্দেশিকা দেওয়া রয়েছে। এমনকি মহিলাদের এই মন্দিরের প্রবেশ করার ক্ষেত্রেও পোশাকের ক্ষেত্রেও নির্দেশিকা দেওয়া রয়েছে। ঋতুমতী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

৪) ভগবান কার্তিকেয় বা কার্তিককে ব্রহ্মচারী রূপে পূজা করা হয়ে থাকে রাজস্থানের পুষ্করে। এই মন্দিরে মহিলাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে নানান পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে।