‘প্লিজ আমার থেকে ১ মিটার দূরে থাকুন’, পিঠে পোস্টার সাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে দিনের পর দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি, আর মৃতের সংখ্যাটা প্রায় ৭০,০০০। ভারতেও দিনের পর দিন হু হু করে বাড়ছে সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা। এদিনের শেষ রিপোর্ট পাওয়া অব্দি সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৬২, মৃত ১২১।

আর এমত অবস্থায় দেশ ও দেশের জনগণকে বাঁচাতে যেমন ২১ দিনের লকডাউন জারি হয়েছে, ঠিক তেমনই কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্দেশ মতো বীরভূমের সিউড়ির এক বাসিন্দা বাড়ি থেকে বের হওয়ার আগেই বুকে ও পিঠে পোস্টার লাগাচ্ছেন, ‘প্লিজ আমার থেকে ১ মিটার দূরে থাকুন’।

দিন কয়েক ধরেই এই ভাবেই ওই ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বীরভূমের সিউড়ি শহরের হাটে বাজারে। তবে ওই ব্যক্তি নিজের নাম পরিচয় বা ঠিকানা কোনকিছুই ক্যামেরার সামনে জানাতে চাননি। তাঁর বক্তব্য একটাই, “সরকার নির্দেশিকা দিয়েছে, পথে ঘাটে চলাফেরার জন্য অন্ততপক্ষে ১ মিটারের ডিসটেন্স বজায় রাখতে। সেই নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে আমি তা মেনে চলছি। আর আমি চাই আমাকে দেখে আরও ৫ জন শিখুক।”

এইভাবে লেখা চিটিয়ে কবে থেকে ঘুরে বেড়াচ্ছেন সে বিষয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “যেদিন থেকে সরকার দেশের জনগণের প্রতি নির্দেশ দিয়েছেন সেদিন থেকেই আমি বাড়ি থেকে বের হওয়ার আগে বুকে ও পিঠে এই পোস্টার লাগিয়ে রাস্তায় বের হচ্ছি। আর এইভাবে আমরা যতটা পারি বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী থেকে এড়িয়ে চলি।”

লকডাউনের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য যদিবা বাড়ির বাইরে বের হতে হয় তাহলেও যেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সেই প্রয়োজন মেটায়, তার জন্য সরকারিভাবে নানান সচেতনতা প্রচার চলছে। কিন্তু তা সত্ত্বেও দেখা গিয়েছে হাটে বাজারে, অথবা গ্যাসের লাইনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করার জন্য আমরা সামাজিক দূরত্বকে ভুলে যায় নিমেষে। আর এহেন মুহূর্তে ওই সাইকেল আরোহীর এমন পোস্টার প্রয়োজনের তাগিদে লাইনে দাঁড়ানো অন্যান্য ব্যক্তিরা যখন দেখবেন তখন তার তাৎপর্য অনেকটা বেড়ে যাবে। চোখের সামনে পোস্টার দেখে অন্য আর একজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার প্রবণতা তৈরি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।