এই তারিখেই বন্ধ হয়ে যাবে রেশনে বিনামূল্যের চাল, ডাল! জল্পনা

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় দেশের মানুষকে বিনামূল্যে চাল, ডাল দেওয়ার ঘোষণা করা হয়। সেই ঘোষণা অনুযায়ী এমন প্রকল্প শুরু হয় ২০২০ সাল থেকে। প্রথমদিকে তিন মাসের জন্য এই প্রকল্প ঘোষণা করা হলেও পরবর্তীকালে বারবার এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অন্তিম মেয়াদ রয়েছে ৩০ সেপ্টেম্বর।

এই প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি করার জন্য সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীকে চিঠি দেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের মেয়াদ নতুন করে তিন মাস বৃদ্ধি করার বিষয়ে আলোচনা শুরু করে খাদ্য মন্ত্রক। তবে এরই মধ্যে মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এর ফলে সরকারের ভাঁড়ারে বিরাট চাপ পড়ছে।

এই প্রকল্প চলাকালীন দেশের প্রায় ৮০ কোটি রেশন কার্ডধারী মানুষ ৫ কেজি করে চাল এবং ১ কেজি করে ডাল বিনামূল্যে পাচ্ছিলেন। কিন্তু এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়া নিয়ে যে জল্পনা চলছে তাতে তা সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ শেষ হয়ে গেলে আর এই সুবিধা পাওয়া যাবে না। খাদ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই প্রকল্পের মেয়াদ তিন মাস বৃদ্ধি করার একপ্রকার প্রস্তাব দিলেও অর্থ-মন্ত্রক এখনই এই প্রকল্প বন্ধ করার পরামর্শ দিয়েছে।

এই প্রকল্প অবিলম্বে বন্ধ করার কারণ হিসেবে অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই যোজনায় প্রায় ৪৪ হাজার ৭৬২ কোটি টাকার ঘাটতি রয়েছে। এছাড়াও অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জানানো হয়েছে, দীর্ঘ সময়ের জন্য এই যোজনা চালানো হলে ভুল ভাবনা জন্মাতে পারে যে, এই যোজনা সরকারের তরফে চলতেই থাকবে। ফলে পরবর্তীকালে এই যোজনা বন্ধ করা কঠিন হতে পারে। যে কারণে ৩০ সেপ্টেম্বর তা বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রকের তরফ থেকে।

তবে এর পাশাপাশি অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো দেওয়া হয়েছে, আগামী দিনে যদি এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতেই হয় তাহলে খাদ্য দ্রব্যের পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে। তবে এরই পরিপ্রেক্ষিতে এই প্রকল্প আগামী দিনে চালু থাকবে কিনা তা নিয়ে ক্যাবিনেট বৈঠকে পুনর্বিবেচনা করা হবে বলে জানা যাচ্ছে।