বন্ধ নয়, ফের বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ালো মোদি সরকার, চলবে এত দিন

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে আমজনতা যখন কর্মহীন হয়ে পড়েন সেই সময় কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতিমাসে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করে কেন্দ্র সরকার।

এই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি মানুষ যাদের রেশন কার্ড রয়েছে তারা মাসে ৫ কেজি করে চাল অথবা গম পেয়ে থাকেন। এর সঙ্গে দেওয়া হয় এক কেজি করে ডাল। এই প্রকল্পের যখন প্রথম শুরু হয় সেই সময় এই প্রকল্প তিন মাস চালানো হবে এমনটাই জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতির দিকে তাকিয়ে দফায় দফায় এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।

২০২০ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। এরই মধ্যে শোনা যাচ্ছিল আর এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করবে না কেন্দ্র সরকার। খাদ্য মন্ত্রকের তরফ থেকে প্রকল্প বৃদ্ধি করার পক্ষে সম্মতি দিলেও অর্থমন্ত্রক এই প্রকল্প বৃদ্ধি না করার কারণ হিসেবে একগুচ্ছ যুক্তি পেশ করে। তবে শেষমেশ দেশের মানুষদের কথা মাথায় রেখে এই প্রকল্পের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করা হলো।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধি নিয়ে যখন দেশজুড়ে তৈরি হয়েছে জল্পনা সেই সময় বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় ক্যাবিনেটের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই জানিয়ে দেওয়া হয়, আগামী ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত এই প্রকল্প চলবে।

উৎসবের মরশুমে এই প্রকল্পের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করার ফলে দেশের প্রায় ৮০ কোটি মানুষ উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে অর্থ-মন্ত্রকের যুক্তি অনুযায়ী এই প্রকল্পের জন্য বিপুল পরিমাণে অর্থ খরচ হচ্ছে কেন্দ্রের এবং তার ফলে ভাঁড়ারে টান পড়ছে। এছাড়াও অর্থ মন্ত্রকের যুক্তি এই প্রকল্প দীর্ঘদিন ধরে চালানো হলে পরে তা বন্ধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।