‘একটি রাজ্যে চালু হয়নি কিষাণ সম্মান নিধি’, খোঁচা প্রধানমন্ত্রীর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বারাণসীতে ১৯ নম্বর জাতীয় সড়ক উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে নাম না করে বাংলাকে খোঁচা দিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই খোঁচায় পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও।

Advertisements

এদিন তিনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, দেশের একটি মাত্র রাজ্য রয়েছে যে রাজ্য কেন্দ্রের এই প্রকল্প চালু করেনি। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের বছরে তিনবার টাকা দেওয়া হয়। চলতি বছর এক লাখ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের এই প্রকল্পের আওতায়।

Advertisements

পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে, ওই রাজ্য এই প্রকল্প চালু না করায় ওই রাজ্যের লাখ লাখ কৃষক এই টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।

Advertisements

তবে তৃণমূলের তরফ থেকে সৌগত রায় জবাবে জানান, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কেন্দ্র সরকারকে একটি চিঠি দিয়েছিল। যে চিঠিতে উল্লেখ করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প রাজ্যে চালু করতে রাজি। তবে এই প্রকল্পের টাকা রাজ্য সরকারের মারফতে বিলি করতে হবে। কিন্তু কেন্দ্র সরকার দাবি করে তারা সরাসরি এই টাকা বিলি করবে বলে। কিন্তু এমনটা যুক্তরাষ্ট্রীয় সরকার পরিকাঠামোয় হতে পারে না।

এর পাশাপাশি সৌগত রায় এটাও জানান যে, পশ্চিমবঙ্গ সরকারের ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের বছরে ৫ হাজার টাকা করে দেওয়ার জন্য কৃষি বন্ধু প্রকল্প রয়েছে। সুতরাং আমাদের রাজ্যের দিকে ইঙ্গিত করার কোন প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর।

Advertisements