তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা, চলবে এই রুটে

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেসকল স্বপ্নের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে দেশে ৭৫ টি এই সেমি হাই স্পিড ট্রেন চালু হবে। এই সকল সেমি হাই স্পিড ট্রেন চালু করার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে ভারতীয় রেলের।

তৎপরতার পরিপ্রেক্ষিতে দিন কয়েক ধরেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল চলছিল। সেই মোতাবেক তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হলো শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে এই তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়। ট্রেনের সূচনার পাশাপাশি এই ট্রেনের প্রথম যাত্রী হিসেবে সফর করেন তিনি নিজেও।

তৃতীয় এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে গান্ধীনগর থেকে মুম্বাইয়ের মধ্যে। এদিন সকাল ১০টা ২৫ মিনিটে এই ট্রেনের যাত্রা শুরু হয়। গান্ধীনগর থেকে কালুপুর রেল স্টেশন পর্যন্ত যাত্রা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেখান থেকেই আবার তাকে আমেদাবাদ মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে দেখা যায়।

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে যে জেনারেশনে এসে পৌঁছেছে সেই জেনারেশনে ঘন্টায় ১৮০ কিলোমিটার গতি বেগে ছুটতে সক্ষম। এর পাশাপাশি যেভাবে এর আধুনিকীকরণ করা হচ্ছে তাতে আগামী দিনে এর গতিবেগ ঘন্টায় ২২০ কিলোমিটারের বেশি পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে যে সময় এই ট্রেনের ট্রায়াল রান করা হচ্ছিল সেই সময় এই ভারতীয় প্রযুক্তির বন্দে ভারত এক্সপ্রেস ০ থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সময় নেয় মাত্র ৫২ সেকেন্ড। এই সময় বুলেট ট্রেনের থেকেও কম। এমন রেকর্ড ভারতীয় হিসাবে গর্বের।