‘এক টাকার ডাক্তার’ সুশোভন ব্যানার্জীর প্রয়াণে শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : ১৯৩৯ সালের ৩০ সেপ্টেম্বর বীরভূমের কোন আলো করে জন্মগ্রহণ করেছিলেন সুশোভন ব্যানার্জি। পরবর্তীতে নিজেকে চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি রাজনীতিতেও তার অবদান কম নয়। এই চিকিৎসক মঙ্গলবার সকাল ১১:৩০ টা নাগাদ পরলোক গমন করেন।

সুশোভন ব্যানার্জি এলাকায় পরিচিতি লাভ করেছিলেন ‘এক টাকার ডাক্তার’ হিসাবে। কারণ তিনি মাত্র এক টাকাতেই রোগী দেখতেন। এক দু’দিন নয়, ৫৭ বছর ধরে এই ভাবেই মাত্র এক টাকায় তিনি রোগী দেখেছেন। পরে তিনি ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন।

এমন একজন স্বনামধন্য চিকিৎসকের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে জেলা, রাজ্য তথা এই চিকিৎসক অনুরাগীরা। এই চিকিৎসকের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিকিৎসক সুশোভন ব্যানার্জিকে সম্মান জানিয়ে বাংলাতেই সমবেদনা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ মানবাত্মার প্রতীক। অসংখ্য মানুষের রোগ উপশমকারী একজন দয়ালু ও উদারহৃদয় চিকিৎসক হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন। পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় তাঁর সঙ্গে মতবিনিময়ের কথা আমার আজও মনে আছে। তাঁর প্রয়াণে আমি ব্যথিত।’

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুশোভন ব্যানার্জির প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।

চিকিৎসক সুশোভন ব্যানার্জীর প্রয়াণের পর মঙ্গলবার রাতেই তার মরদেহ নিয়ে আসা হয় বোলপুরে। তার মরদেহ বোলপুরে আসতেই তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপচে পড়া ভিড় দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রীদের। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার প্রয়াণে পুরাতন বটগাছ ছাড়ানোর সঙ্গে তুলনা করেছেন। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন করা হবে কঙ্কালীতলা শ্মশানে।