এই তারিখেই ঢুকছে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা, করতে হবে এই কাজ

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে মোদি সরকার আসার পর দেশের বিভিন্ন পরিকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দেশের কৃষকদের নিয়ে নানান চিন্তা ভাবনা শুরু করা হয়। সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রকল্প আসার পাশাপাশি এই সরকারের আমলে এসেছে আর্থিক সাহায্য দেওয়ার প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এবার এই প্রকল্পের ১১তম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মঙ্গলবার ১১ তম কিস্তির ২০০০ টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিলিজ করবেন। এই প্রকল্পের আওতায় বছরে কৃষকরা ৬০০০ টাকা করে পেয়ে থাকেন। তবে এই টাকা পাওয়ার জন্য এবার কৃষকদের ছোট্ট একটি কাজ করতে হবে।

এই প্রকল্পের ১১তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের ই-কেওয়াইসি করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ডেডলাইন হিসেবে যে তারিখ দেওয়া হয়েছে তাহলো ৩১ মে। একাধিক ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের বিষয় উঠে আসার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকা কৃষকদের ই-কেওয়াইসি করার জন্য https://exlink.pmkisan.gov.in/aadharekyc.aspx ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে আধার নম্বর দিয়ে নিজের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প থাকা নাম খুঁজে নিতে হবে। এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর দিয়ে ওটিপি নিয়ে নিতে হবে এবং সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করলেই ই-কেওয়াইসি হয়ে যাবে।

এক্ষেত্রে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা কোন অসুবিধার সম্মুখীন হলে নিকটবর্তী pm-kisan সিএসসি-তে গিয়ে যোগাযোগ করতে পারেন। অনলাইনে কেওয়াইসি করার জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের সঙ্গে নিজের আধার নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক।