নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের আগমন শুরু হয়েছে। ইতিমধ্যেই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দুবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পা রেখেছেন বাংলায়। আর এবার তৃতীয় বারের জন্য তিনি পা রাখতে চলেছেন ফেব্রুয়ারি মাসে।
ভোটের প্রচারে প্রধানমন্ত্রী আসবেন এটা অস্বাভাবিক কিছু নয়। তবে জানুয়ারি মাসে তিনি এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সরকারি অনুষ্ঠানে। ফেব্রুয়ারি মাসে হলদিয়ায় এসে যোগ দিয়েছিলেন সরকারি অনুষ্ঠান সহ রাজনৈতিক অনুষ্ঠানে। আর এবার তিনি কি কেবল রাজনৈতিক প্রচারের জন্য আসছেন নাকি কোন সরকারি অনুষ্ঠানে সঙ্গে রয়েছে? যদিও এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ শে ফেব্রুয়ারি আসছেন হুগলিতে। ওই দিন তিনি কেবল রাজনৈতিক সভা করবেন নাকি সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন তা নিয়ে কৌতুহল শুরু হয়েছে। কারণ বাংলায় একাধিক প্রকল্প উদ্বোধন হওয়ার কথা রয়েছে। যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠান ইত্যাদি।
আর এই প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাংলার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণাও নির্ভর করছে। রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন, যদি প্রধানমন্ত্রী কোন সরকারি কর্মসূচি নিয়ে বাংলায় আসেন সে ক্ষেত্রে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর সফরের পরেই। কারণ ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার অর্থ হলো নির্বাচনের আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাওয়া।