প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট থাকলে মিলবে বাড়তি রোজগারের সুযোগ

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষের যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তার জন্য ২০১৪ সালের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই যোজনা চালু হওয়ার পর দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পের আওতায় নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়েছেন। এই যোজনায় অ্যাকাউন্ট করানোর ক্ষেত্রে যেমন রয়েছে একাধিক সুবিধা সেইরকম বাড়তি লাভের সুযোগও রয়েছে।

এই যোজনার আওতায় যেকোনো ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নিজেদের অ্যাকাউন্ট খোলা যায়। আবার কেউ যদি চান তার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রকল্পে রূপান্তরিত করবেন তাও করার সুযোগ রয়েছে। তবে যেহেতু এই প্রকল্প দেশের সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের কথা মাথায় রেখে করা হয়েছে, তাই এর জন্য বেশ কিছু শর্তও রয়েছে।

অন্যদিকে এবার যাদের এই ধরনের অ্যাকাউন্ট রয়েছে তাদের বাড়তি রোজগারের সুযোগ দেওয়া হচ্ছে। এই যোজনার আওতায় থাকা গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকে একটি নতুন স্কিম চালু করা হয়েছে। এই যোজনার আওতায় থাকা গ্রাহকদের সেফ-স্কিম যেমন সোনা, মিউটুয়াল ফান্ডে বিনিয়োগ করায় উৎসাহিত করা হবে।

এর ফলে গ্রাহকরা অনেক বেশি রিটার্ন পাবেন। এর ফলে বহু গ্রাহক এই সকল প্রকল্পে বিনিয়োগ করে বাড়িতে বসেই বাড়তি রোজগার করার সুযোগ পাবেন। এমনিতে মিউচুয়াল ফান্ড ইত্যাদির মত বিনিয়োগের জায়গায় সাধারণ মানুষের বিনিয়োগ করার ক্ষেত্রে ঝোঁক অনেক কম রয়েছে। সেক্ষেত্রে এই সকল ক্ষেত্রে সুবিধা গ্রাহকরা এই প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রকল্পের মাধ্যমে জানতে পারলে অনেক বেশি লাভের মুখ দেখবেন।

সূত্র মারফত জানা যাচ্ছে, ঝুঁকিহীন বিনিয়োগের জন্য সরকারি ব্যাংকের তরফ থেকে একটি স্কিম চালু করা হবে। এই প্রকল্পের আওতায় সোনায় বিনিয়োগ, এসআইপি, ফিক্সড ডিপোসিটে বিনিয়োগ করার সুযোগ পাবেন গ্রাহকরা।