ফ্লাইওভারে ২৯৯ কিমি গতিবেগে বাইক চালিয়ে গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিবেদন : দুরন্ত গতিতে বাইক চালানোর সখ অনেক উঠতি যুবকদের মধ্যে দেখা যায়। এমনকি তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে সব থেকে বেশি গতিবেগে বাইক চালানোর শিরোপা নিজেদের মাথায় তুলে নিতে চান। কিন্তু এই শখ এবং হঠকারিতা বহু সময় প্রাণ কেড়ে নেয় এই সকল বাইক চালকদের। এমনকি শহরের মাঝে অনেক সময় দেখা গেছে এই সকল দুরন্ত গতির বাইক চালকদের সামনে প্রাণ হারাতে হয়েছে পথচলতিদেরও। আর এই সকল ঘটনার বিরুদ্ধে পুলিশকেও বারংবার পদক্ষেপ নিতে দেখা গেছে, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি ওই সকল দুরন্ত গতির বাইক চালকদের। সম্প্রতি এমনই একটি ঘটনা চোখে পড়েছে, যাতে দেখা গিয়েছে এক বাইক চালক ২৯৯ কিলোমিটার গতিবেগে ফ্লাইওভারের উপর বাইক চালিয়ে গ্রেপ্তার হয়েছেন।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালুরুতে। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে ১০০০ সিসি-র Yamaha R1 বাইক নিয়ে ফ্লাইওভারে ঘণ্টায় ২৯৯ কিমি গতিবেগে চালান এক ব্যক্তি। আর সেই ভিডিও আবার তিনি ফলাও করে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। বেঙ্গালুরুর ই-সিটি ফ্লাইওভারের উপর এমন গতিবেগে বাইক চালানোর সেই ভিডিও দেখে হকচকিয়ে যান সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। যে কারণে ওই ভিডিও ভাইরাল হতে বেশি সময়ও লাগেনি। আর ভাইরাল হওয়া মাত্রই বিপদের মুখে পড়েন ওই বাইক চালক।

বেঙ্গালুরু সিটি পুলিশের জয়েন্ট কমিশনার আইপিএস সন্দীপ পাতিল ওই ভিডিও তার টুইটার হ্যান্ডেল পোস্ট করে জানান, “এই ভিডিওটি ভাইরাল হয়েছিল। যাতে দেখা গিয়েছে ওই বাইক চালক ফ্লাইওভারের উপর প্রায় ৩০০ কিলোমিটার গতিবেগে বাইক চালিয়ে নিজের এবং অন্যদের জীবন বিপদের মুখে ফেলে দিয়েছেন। সিসিবি ওই বাইকের মালিককে খুঁজে বের করে গ্রেফতার করেছে এবং তার বাইকটিকে সিজ করা হয়েছে।”

যে ব্যক্তি এমন তীব্র গতিতে বাইক চালিয়ে ছিলেন তাকে গ্রেপ্তার করার সাথে সাথে ব্যাঙ্গালোরু পুলিশের তরফ থেকে অন্যান্যদের সচেতন করার জন্য তাদের ফেসবুক ওয়ালে সাবধানে গাড়ি চালানোর বার্তাও দিয়েছে।