শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য

লাল্টু : শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল পরিচালিত এক পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। বাড়িতে কারোর না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ।

অভিযুক্ত ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য হলেন বাপী বাগদি। তিনি তৃণমূল পরিচালিত খয়রাশোল পঞ্চায়েতের বর্তমান একজন পঞ্চায়েত সদস্য। খয়রাশোল থানার পানসিউড়ী গ্রামে বিজয়া দশমীর রাতে বাড়িতে একা পেয়ে ওই পঞ্চায়েত সদস্য বাপি বাগদি এক বাড়িতে ঢুকে জোরপূর্বক এক গৃহবধূকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

এ বিষয়ে বাপী বাগদির বিরুদ্ধে খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। তারপরেই বাপী বাগদীকে খয়রাশোল থানার পুলিশ গ্রেপ্তার করে। যদিও ওই পঞ্চায়েত সদস্যের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।

অভিযুক্ত বাপি বাগদি জানান, “মিথ্যা ভাবে তাকে এই মামলায় ফাঁসিয়েছে ওই গৃহবধূ। আমাকে বাড়ি থেকে ডেকে এনে ফাঁসিয়েছে। আমি ওরকম কোনো কাজ করিনি।”

আজ অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে আদালত তাকে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।