গ্রেপ্তার রাজ্য বিজেপির যুব মোর্চা নেতা

প্রসেনজিৎ মালাকার : বীরভূমে গ্রেপ্তার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ধ্রুব সাহা। তাকে নলহাটি থেকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, তার নামে বিভিন্ন ঘটনায় বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। আগেও চিটফান্ড মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

প্রসঙ্গত, রাজ্য বিজেপির যুব মোর্চা সহ-সভাপতি ধ্রুব সাহাকে দুদিন আগে সিউড়ি এসপি অফিসের সামনে বিজেপির ধরনা মঞ্চ দেখা গিয়েছিল। সেদিন তাঁর বক্তব্যে ধরা পড়েছিল বীরভূম পুলিশ এবং পুলিশ সুপারকে বেনজির আক্রমণ। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি সেদিন বলেছিলেন, “ক্ষমতায় এলে বীরভূমের বর্তমান পুলিশ সুপারকে কোমরে দড়ি পরিয়ে আসামীর মত জেলে ঢোকাবো।”

এছাড়াও তিনি সরাসরি পুলিশ সুপারকে আক্রমণ করে বলেছিলেন, “আপনার কিন্তু সময় শেষ হয়ে গেছে, মাননীয় এসপি সাহেব বিজেপির খাতায় আপনার নাম লেখা হয়ে গেছে। আপনি যেমন বিজেপির সংখ্যালঘু নেতা শেখ সামাদকে থানায় থানায় ঘোরাচ্ছেন। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন আপনাকেও থানায় থানায় নয়, ফাড়িতে ফাড়িতে ঘোরাবো। কোন ফাঁড়ি থেকে আপনি বালির জন্য কত টাকা খেয়েছেন, পাথরের জন্য কত টাকা খেয়েছেন সব কিন্তু আমরা লিখে রাখছি।”

যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবারের বক্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হয়েছে পুরাতন মামলার জেড়ে। আজ তাকে আদালতে তোলা হবে।