চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলা রুজু অনুব্রত মণ্ডলের ভাইয়ের সুমিতের বিরুদ্ধে

হিমাদ্রি মন্ডল : চাকরী দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাই সুমিত রঞ্জন মণ্ডল। গতকাল বোলপুরের চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। শনিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজত চাওয়া হয়েছিল।

আইনজীবী সূত্রে জানা গিয়েছে, গত ২৯/৭/১৯ তারিখে মল্লারপুরে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। যে অভিযোগপত্রে দাবি করা হয় চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় সুমিত মন্ডল। আজ আদালত তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

সুমিত মন্ডলের আইনজীবীর দাবি, অভিযোগপত্রে সুমিত মন্ডলের কোনরকম নাম না থাকা সত্ত্বেও পুলিশ মিথ্যা মামলায় সুমিতকে ফাঁসিয়ে গ্রেপ্তার করেছে। তাকে প্রথমে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেপ্তার করে, পরে নিয়ে যাওয়া হয় বোলপুর থানায়, পরে নানুর থানা, পরে নিয়ে আসা হয় সাঁইথিয়া থানায়। সেখানেই মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়।

গ্রেপ্তারের বিষয়ে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, “সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। আর কিভাবে গাড়ি থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাও সবাই দেখেছে। কেবলমাত্র বিজেপি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”