অনলাইনে প্রতারণায় খোয়া যাওয়া টাকা কয়েক মিনিটেই ফেরত দেবে পুলিশের সাইবার সেফ

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক ম্যানেজার সেজে ফোন করে গ্রাহকদের কাছ থেকে ব্যাঙ্কিং নানান তথ্য হাতিয়ে নিয়ে ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা উধাও করে নেওয়া অথবা মোবাইলে আসা ভুয়ো লিঙ্কে ক্লিক করাতে বাধ্য করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ভারতে বহুল। বারবার সতর্কতামূলক প্রচার সত্ত্বেও দিনের পর দিন এমন ঘটনা বেড়েই চলেছে। প্রতারকরাও বেছে নিচ্ছেন নতুন নতুন পন্থা। যার ফলে গ্রাহকদের সর্বস্বান্ত হচ্ছেন।

আর এবার এই প্রতারণা রুখতে তৎপর হয়েছে পুলিশ। তৈরি করা হয়েছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারে দেশের প্রত্যেকটি শহর ও রাজ্যের পুলিশ, গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রীয় সংস্থাকে এক সূত্রে জুড়ে দেওয়া হয়েছে। এই সফটওয়্যার চালু হওয়ার পরে অনলাইনে প্রতারণার টাকা কয়েক মিনিটে ফেরত পাবেন গ্রাহকরা বলে জানা গিয়েছে।

সফটওয়্যারটি চালু হওয়ার পরে আপনি ভুল করে যদি কোন প্রতারকের ফোন ধরেন এবং তাকে তথ্য দিয়ে ফেলে টাকা খোয়ান তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি পুলিশকে জানাতে হবে। পুলিশ বিষয়টি জানলে প্রতারকের ফোন নাম্বার দিয়ে সক্রিয়ভাবে তদন্ত শুরু করবে ওই সফটওয়্যার বলে জানা গিয়েছে। এরপর কয়েক মিনিটের মধ্যেই ওই প্রতারকের সমস্ত তথ্য পুলিশের হাতে চলে আসবে।

এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে অভিযোগকারীর ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা কোন একাউন্টে গেছে বা কোন অনলাইন ওয়ালেটে গেছে তাও অতি সহজে জানতে পারবে পুলিশ। তারপর কয়েক মিনিটের মধ্যেই ওই প্রতারকের ব্যাঙ্ক একাউন্ট অথবা অনলাইন ওয়ালেট বন্ধ করে দেওয়া সম্ভব হবে। ভুক্তভোগী গ্রাহকরা ফেরত পাবেন তাদের টাকা।

সারা দেশজুড়ে এই প্রক্রিয়া শুরু করার তোড়জোড় শুরু হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ অফিসারকে চলছে প্রশিক্ষণ দেওয়া। খুব তাড়াতাড়ি এই সফটওয়্যার দেশজুড়ে চালু করার চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে জানা গিয়েছে।