নানুরে ড্রাম ভর্তি, লোকপুরে মাটি খুঁড়ে ৩০ টি তাজা বোমা উদ্ধার

অমরনাথ দত্ত : বীরভূমে বোমা সংক্রান্ত ঘটনা ঘটে চলেছে অনবরত। কখনো বোমা বিস্ফোরণে তৃণমূল কর্মীদের বাড়ি ভেঙে পড়ছে , কখনো পৌরসভার কাউন্সিলরের বাড়িতে বোমা রেখে ভয় দেখানো হচ্ছে, কখনো আবার পারিবারিক সংঘর্ষ থেকে বোমাবাজি, আর সব কিছুকে ছাড়িয়ে জেলাশাসকের বাংলোর সামনে বালি মাফিয়াদের বোমাবাজি জেলার ইতিহাসে অনন্য নজির। বোমার এমন বাড়বাড়ন্তে আতঙ্কিত জেলার অধিকাংশ মানুষ। রাজনৈতিক বিশেষজ্ঞরা তো ‘বারুদের স্তূপে বীরভূম’ অখ্যায় দিয়ে ফেলেছেন।

আর এই বারুদের স্তূপ বীরভূমকে উদ্ধার করতে নেমে বীরভূম পুলিশ প্রতিদিনই জেলার কোন না কোন স্থান থেকে উদ্ধার করছে বিপুল পরিমাণে তাজা বোমা। এমনকি জেলায় বোমার এই বাড়বাড়ন্তে আলাদা করে গঠন করা হয়েছে বোম্ব স্কোয়াড, যা আগে এই স্কোয়াডের প্রতিনিধিরা আসতেন দুর্গাপুর অথবা অন্য কোন জেলা থেকে।

বোমা উদ্ধারের ঘটনা আজও ব্যাতিক্রম হয়নি, গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নানুর থানার পুলিশ নানুরের মাড্ডা গ্রামে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে। অন্যদিকে একই ভাবে লোকপুর থানার পুলিশ বারাবন জঙ্গল থেকে উদ্ধার করে ৩০ টি তাজা বোমা।

লোকপুর থানার বারাবন জঙ্গলে বোমাগুলি মাটির তলায় গ্রাম ভর্তি করে মজুত রাখা হয়েছিল। দুটি স্থান থেকে প্রায় ৫০টি বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। তবে বোমা মজুতের ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা গিয়েছে।