পুলিশি হানায় ২০০০ লিটার ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার বীরভূমে

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ রেখে ব্যবসা চালানোর অভিযোগ ছিল দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ দীর্ঘদিনের হলেও হাতের নাগালে আসছিলোনা অভিযুক্তরা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি হানা। হানা দিতেই চক্ষু চড়কগাছ পুলিশের।

পাম্প থেকে অল্পবিস্তর ডিজেল অথবা পেট্রোল কিনে তা কিছু টাকা বেশি দামে বিক্রি করার ঘটনা বেনজির নয়। কিন্তু মহঃবাজারের সেহেড়াকুড়ি মোড়ে সীতা মন্ডল এবং শিবু মন্ডল নামে দুই ব্যক্তি একটি গ্যারেজে মজুত করে রেখেছিলেন ২০০০ লিটার কেরোসিন এবং ডিজেল।

জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ তেল তারা সংগ্রহ করতেন বিভিন্ন গাড়ির চালকদের থেকে এবং পরে তা বাজারদরের থেকে বেশি মূল্যে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত ছিলেন তারা।

আজ মহঃবাজার থানার পুলিশ ওই গ্যারেজে হানা দিয়ে ওই বিপুল পরিমাণ ডিজেল এবং কেরোসিন তেল উদ্ধার করে। ঘটনায় অভিযুক্ত ওই দুই ব্যক্তি সীতা মন্ডল এবং শিবু মন্ডলকে আটক করে নিয়ে যায় থানায়।