বীরভূমে ফের দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার, উদ্বিগ্ন সাধারণ মানুষ

অমরনাথ দত্ত : বোমাবাজির ঘটনা বীরভূমে নতুন নয়, বোমা উদ্ধারও নতুন নয়, কিন্তু বারবার এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্কে বীরভূমের বাসিন্দারা। এদিন ফের বোমা উদ্ধার বীরভূমের নানুরে।নানুর থানার থুপসারা পঞ্চায়েতের সাঁতড়া গ্রাম ঢোকার আগে জঙ্গল সংলগ্ন এলাকায় দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ।

গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা বোমা গুলিকে কি উদ্দেশ্যে মজুদ করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমা থেকে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে পুরো এলাকা ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে, বোলপুর থেকে বোম স্কোয়াড এলে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে।

যখন বিজেপি নেতা স্বরূপ গড়াইকে গুলি করে খুন করেছে তৃণমূল এই অভিযোগে উত্তাল বীরভূমের নানুর, ধর্নায় বিজেপি, ঠিক তখনই ফের ২ ড্রাম ভর্তি বোমা উদ্ধার নানুরে। এটাই প্রথম নয়, দিন কয়েক আগেও উদ্ধার হয়েছিল বোমা।

আর পুরো জেলার চিত্রটা আরও ভয়ানক, বিগত এক বছরের হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যাবে হাজার হাজার বোমা উদ্ধার হয়েছে বীরভূম থেকে। বোমাবাজি, গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। মজুদ থেকে বিস্ফোরণের জেরে কখনো উঠেছে তৃণমূল নেতার বাড়ি, কখনো তৃণমূলের কার্যালয়, তো কখনো স্বাস্থ্য কেন্দ্র।

আর এসবের মধ্যেই দিনযাপন করতে হচ্ছে বীরভূমের বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই বিরোধীদের করা অভিযোগেই শান দিচ্ছে সাধারণ মানুষের ভাবনা। তাদের মনে প্রশ্ন একটাই বীরভূম কি তাহলে সত্যিই বারুদের স্তূপে!