স্বরূপ গড়াই খুনে মূল অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে, গ্রেপ্তারে পুলিশের গাফিলতির অভিযোগ

অমরনাথ দত্ত : অক্টোবর মাসের ৬ তারিখ নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামের বিজেপি নেতা স্বরূপ গড়াই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন। তারপর সেই সপ্তাহের রবিবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনায় মূল অভিযুক্ত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে বারংবার গ্রেপ্তারের দাবি তোলে বিজেপি নেতৃত্ব।

কিন্তু মূল অভিযুক্ত কেরিম খান পুলিশের খাতায় ফেরার। অথচ তাকে বারংবার দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন মিটিং-মিছিলে। বিভিন্ন সভায় তাকে দেখাও গিয়েছে বক্তব্য রাখতে। আর এরপর এই বিজেপি নেতারা প্রশ্ন করছেন প্রকাশ্যে এই তৃণমূল নেতা ঘুরে বেড়ালেও কেন তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

এই ঘটনার পর বিজেপি নেতাদের অভিযোগ, “পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। তাই মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।”

অন্যদিকে মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের স্ত্রী তার স্বামীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন। পাশাপাশি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন।