বোলপুর এলাকায় বারবার চুরির ঘটনায় নড়েচড়ে বসল পুলিশ

অমরনাথ দত্ত : বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় গত দুমাসে ঘনঘন চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এবার নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন। এদিন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায় সাংবাদিক বৈঠক করে জানান, এই সমস্ত চুরির ঘটনায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারসাথে তাদের থেকে এসি, ল্যাপটপ, সোনার গহনা সহ প্রচুর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এর সাথে আরও তল্লাশি চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায় জানান, “আমরা বিগত দু’মাসে এলাকায় নানান চুরির ঘটনায় ৮৩ জনকে গ্রেপ্তার করেছি। যাদের মধ্যে বেশিরভাগই স্থানীয়। উদ্ধার হওয়া জিনিস পত্রের মধ্যে বহু মূল্যবান অলঙ্কারও রয়েছে। এছাড়াও রয়েছে এসি, টিভি, ফ্রিজ ও মোবাইল।”

আগামী দিনে বোলপুর শহরের নিরাপত্তা নিয়ে তিনি এও জানান, “চুরি রুখতে এলাকায় আমরা বেশ কিছু নাইট মোবাইল, টাইগার মোবাইল, সাইকেল মোবাইলের ব্যবস্থা করা হয়েছে। রাতে পেট্রোলিং আরো বেশি করে করা হবে, পাশাপাশি ধরপাকড় চালানো হবে।”

প্রসঙ্গত, বোলপুরের ৫ নং ওয়ার্ডের ভুবনডাঙ্গায় ১০ দিনের মধ্যে চার চারবার চুরির ঘটনা ঘটে। এমনকি শেষ চুরির ঘটনা ঘটে এক পুলিশ কর্মীর বাড়িতেও। যার পরেই রীতিমত নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে এলাকার বাসিন্দারা। প্রশ্ন উঠতে থাকে পুলিশের ভূমিকা নিয়ে।