নিজস্ব প্রতিবেদন : প্রথম ম্যাচে পাকিস্তানের (Pakistan) কাছে লজ্জার হারের পর নিউজিল্যান্ডের (Newzealand) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ছিল ভারতের (India) কাছে মরণ-বাঁচন লড়াই। কারণ এই ম্যাচে জয় ভারতকে সেমিফাইনালের পথ দেখাতে পারত। কিন্তু এই মরণ-বাঁচন ম্যাচে জেতার জন্য নূন্যতম সুযোগও করতে পারেনি ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও লজ্জার হারের পর এক প্রকার বিশ্বকাপ টি-টোয়েন্টি (T20 World Cup) থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। কিউয়িদের সামনে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের দাঁড়াতে না পারার পাঁচটি কারণ খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারত শেষ চারে যেতে পারে অঘটন ঘটলেই।
১) ভারতীয় দলের তারকারা এখানেই আইপিএল খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম থেকেই কেমন অনভিজ্ঞ দেখাচ্ছে তাদের। টসে হেরে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিবর্তে প্রথম দিক থেকেই স্লো রান রেটের দরুন চাপে পড়ে যাচ্ছে দল।
২) এক মুহূর্তের জন্যও ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের হাতে রাখতে পারেননি ম্যাচ। ঢিমে গতির পিচ ছিল। চূড়ান্ত হতাশ করেছে কোহলিরা। সাত জনের মধ্যে ছয় জনই হতাশাজনকভাবে আউট হয়েছেন।
৩) একটি টি-টোয়েন্টি খেলায় টানা ১২ ওভার কোনরকম বাউন্ডারি না থাকাটা, তাও আবার ভারতের মতো প্রথম সারির দল যেখানে ব্যাট করছে, তা বেশ হতাশাজনক। ৫.১ ওভারের পর বাউন্ডারি আসে ১৭ তম ওভারের শেষ বলে।
৪) ভারতের ব্যাটিং দুর্গকে একপ্রকার ধুলিস্যাৎ করে দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা বোলার ইশ সোধি। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। এই দুটি উইকেট রোহিত শর্মা এবং বিরাট কোহলির।
৫) যেখানে ভারতের ব্যাটিং বিপর্যয় হয়েছে সেই জায়গায় বোলারদের দাপটে বিরোধীপক্ষকে কিছুটা হলেও চাপে রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছিল, কিন্তু তেমনটা আগের ম্যাচের মতোই লক্ষ্য করা গেল না এই ম্যাচে। যেখানে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি ভারতীয় ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাইয়েছেন, সেই জায়গায় রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তীর মত ভারতীয় স্পিনাররা কিছু করে দেখাতেই পারলেন না।
এখন প্রশ্ন হল এই বিপর্যয়ের পর কি ভারত শেষ চারে যেতে পারে? দরজা একপ্রকার বন্ধ হলেও অঘটন ঘটলে তবেই ভারতীয় দল জেতে পারে শেষ চারে। ভারতের সামনে থাকা বাকি তিনটি ম্যাচে তাদের বিশাল ব্যবধানে জয়লাভ করতে হবে। তবে বিশাল ব্যবধানে জয়লাভ করলেও সেমিফাইনালের দরজা খুলবে না। সেমিফাইনালের দরজা খোলার ক্ষেত্রে আফগানিস্তানের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে।