দিনে ৫০ টাকা দিলেই মিলবে ৩৫ লক্ষ টাকা, পোস্ট অফিসের ধামাকাদার স্কিম

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে দৈনন্দিন খরচ বাদেও সঞ্চয় করার। ভবিষ্যতের জন্য এই টাকা সঞ্চয় করে থাকেন তারা। সঞ্চয় করার ক্ষেত্রে অধিকাংশ মানুষকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট অথবা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের উপর নির্ভর হতে দেখা যায়।

তবে দেখা যায় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট অথবা অন্য যে সকল স্কিম রয়েছে তার তুলনায় পোস্ট অফিসে যে সকল স্কিম রয়েছে সেগুলিতে অনেক বেশি সুবিধা পাওয়া যায় এবং সুদের পরিমাণও বেশি থাকে। সেই রকমই এবার এমন একটি স্কিম আনা হয়েছে যাতে প্রতিদিন ৫০ টাকা করে জমা করলেই পাওয়া যাবে ৩৫ লক্ষ টাকা।

পোস্ট অফিসের বিভিন্ন স্কিম মূলত সবচেয়ে বেশি নজর কাড়ে গ্রামাঞ্চলের মানুষদের। কারণ গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত সব জায়গায় ব্যাংকিং পরিষেবা পৌঁছানো সম্ভব হয়নি। সেই জায়গায় এই ধরনের পোস্ট অফিসের বিভিন্ন স্কিম গ্রাহকদের অনেক উপকারে আসে। নতুন যে স্কিমটি কথা বলা হচ্ছে তার নাম হলো গ্রামীণ সুরক্ষা যোজনা।

এই স্কিমের আওতায় কোন ব্যক্তি ৫৫, ৫৮ অথবা ৬০ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দেওয়ার পর অবসরকালীন জীবনে মোটা অংকের টাকা পেতে পারেন। ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করতে পারেন। বিমাকৃত অর্থ ১০০০০ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হয়। এমনকি প্রিমিয়াম শুরু করার চার বছর পর পাওয়া যায় লোনের সুবিধা।

এছাড়াও এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারী যদি তিন বছর পর টাকা জমা না দিতে পারেন তাহলে তিনি তার এই পলিসি সারেন্ডার করতে পারবেন। এই প্রকল্পের আওতায় যদি দিনে কোন ব্যক্তি ৫০ টাকা করে মাসে ১৫১৫ টাকা জমা করতে হবে। পলিসির ন্যূনতম মূল্য ১০ লক্ষ টাকা হয় এবং ম্যাচিউরিটির সময় ওই বিনিয়োগকারী পাবেন ৩৪.৬০ লক্ষ টাকা। ৬০ বছরের মেয়াদের ক্ষেত্রে বিনিয়োগকারীরা এই টাকা পেয়ে থাকেন।