মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগেই ভালো সুদ, নতুন স্কিম পোস্ট অফিসের

নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক মানুষই চান তাদের কষ্টার্জিত টাকা লাভজনক স্কিমে বিনিয়োগ করতে। তবে লাভের পাশাপাশি সুরক্ষার বিষয়টিও নজরে রাখতে হয়। এমত অবস্থায় লাভজনক এবং সুরক্ষা দুই দিক থেকেই অবশ্যই এগিয়ে পোস্ট অফিস। পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেগুলিতে ভালো সুদ পাওয়া যায়।

পোস্ট অফিসের মাসিক পেনশন স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে অন্যান্য ব্যাঙ্ক অথবা সংস্থার তুলনায় ভালো সুদ পাওয়া যায়। এই স্কিমে ১০০ বা ১০০০ টাকার গুণিতক আকারে বিনিয়োগ করার সুবিধা রয়েছে। বিনিয়োগ করার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। আর বিনিয়োগের সর্বনিম্ন অঙ্ক শুরু মাত্র ১০০০ টাকা থেকে। পাশাপাশি এই স্কিমে সর্বাধিক তিনজন একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সে ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে।

পোস্ট অফিসের এই স্কিমে যদি কোন বিনিয়োগকারী এককালীন ৫০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি বছরে ৩৩০০ টাকা পেনশন পাবেন। ৫ বছরে মোট ১৬ হাজার ৫০০ টাকা সুদ পাওয়া যাবে। বর্তমানে এই স্কিমে ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস।

অর্থাৎ এই স্কিমের সুদ অনুযায়ী বিনিয়োগকারীরা যদি এককালীন এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি ৬.৬% সুদের হারে প্রতি বছরে ৬৬০০ টাকা পেনশন পাবেন। হিসেব অনুযায়ী প্রতি মাসে পেনশন পাবেন ৫৫০ টাকা। পাঁচ বছরে মোট সুদের পরিমাণ হবে ৩৩ হাজার টাকা। হিসেব অনুযায়ী এই সুদ বর্তমানে দেশের অন্যান্য একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তুলনায় অনেক বেশি।