NRC ইস্যুতে এবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ প্রশান্ত কিশোরের

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসি নিয়ে প্রথম থেকেই বিরোধীতার আসনে ভোট কৌশলী প্রশান্ত কিশোর। প্রথমদিকে নিজের দলের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। তারপর কিছুটা হলেও সুর নরম করেন, তবে এবার তিনি তোপ দাগলেন ভারতের অন্যতম জাতীয় দল কংগ্রেসের বিরুদ্ধে। নাগরিকত্ব সংশোধনী ইস্যু নিয়ে কংগ্রেসের ভূমিকায় প্রশ্ন তুললেন তিনি।

প্রথম থেকে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কড়া মনোভাব দেখালেও পরে তিনি জানান, এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যতই বিক্ষোভ হোক না কেন, এতে ভোট বাক্সে এতটুকু ক্ষতি হচ্ছে না বিজেপির। কারণ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সমকক্ষ এখন এদেশে আর কেউ নেই।

পাশাপাশি শনিবার তিনি একটি ট্যুইট করে কংগ্রেসকে বিঁধে বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইন হোক অথবা এনআরসি, কোন ইস্যুতেই রাস্তায় নামে নি কংগ্রেস। এমনকি সাধারণ মানুষরা এই দুই বিষয়ের বিরোধিতা করার জন্য রাস্তায় নামলেও কংগ্রেস নেতাদের দেখা যাচ্ছে না। তাই এই সকল বিরোধিতার কোন মানেই হয়না, যদি না কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সাফ সাফ জানিয়ে দিচ্ছেন তাদের রাজ্যে এনআরসি হবে না।”

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দাবি এটাই যে, “দেশজুড়ে যতই গণ-আন্দোলন হোক না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় কোনো রকম ভাটা পড়বে না। কারণ বর্তমান সময়ে দেশজুড়ে নরেন্দ্র মোদি বিরোধী কোন শক্তপোক্ত মুখ নেই।”