‘বিজেপি দুই সংখ্যা টপকালে কাজ ছেড়ে দেবো’, দাবি প্রশান্তের, কটাক্ষ কৈলাশের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো জারি না হলেও ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে ভোটযুদ্ধ। অমিত শাহ বাংলা সফরে এসে দাবি করেছেন, বাংলায় বিজেপি ২০০-র বেশি আসন পেয়ে সরকার গড়বে। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় দাবি করেছেন, তৃণমূল ৩ সংখ্যায় পৌঁছাতে পারবে না। অর্থাৎ তৃণমূল ১০০-এর মধ্যেই আটকে যাবে।

Advertisements

আর আসন নিয়ে যখন তোড়জোড় চলছে শাসক দল এবং বিরোধী বিজেপির মধ্যে তখন অবশেষে মুখ খুলতেই দেখা গেল ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে। মুখ খুলেই প্রশান্ত কিশোর দাবি করেছেন, “মিডিয়ার একটা অংশ যতই হাইপ তুলুক না কেন বিজেপিকে বাংলায় দুই সংখ্যা টপকাতে হিমশিম খেতে হবে।”

Advertisements

Advertisements

আর এই দাবি করার পাশাপাশি তিনি এটাও লিখেছেন যে, “এই টুইটটা সেভ করে রাখুন। এর থেকে ভালো কিছু হলে আমি কাজ ছেড়ে দেবো।”

প্রশান্ত কিশোরের এই টুইটের কিছুক্ষণ পরেই কটাক্ষ টুইট ভেসে আসে বিজেপির তরফ থেকে। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় টুইট করে লেখেন, “বাংলায় যেভাবে বিজেপির সুনামি চলছে তাতে সরকার গঠনের পর দেশ থেকে একজন ভোট কৌশলী কমে যাবে।” যদিও কৈলাস বিজয়বর্গীয় তার এই টুইটে কারোর নাম করেননি, তবে তিনি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন তাকে লক্ষ্য করে তিনি এই টুইট করেছেন।

Advertisements