প্রসবের সময় গর্ভবতী মহিলাকে মারধর, কাঠগড়ায় সরকারি হাসপাতালের নার্স

অমরনাথ দত্ত : শান্তিনিকেতন থানার কংকালীতলা গ্রামপঞ্চায়েতের তাঁতিজোল গ্রামের বাসিন্দা সুন্দরী মাড্ডি বুধবার বোলপুর মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত নার্সরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। মারধর এতটাই করা হয় যে প্রসূতির মুখ চোখ ফুলে গিয়েছে। রোগীকে মারধর করার অভিযোগ তুলে প্রসূতির পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পৌঁছে যায় শান্তিনিকেতন থানার পুলিশ।

সদ্য সন্তান জন্ম দেওয়া সুন্দরী মাড্ডি জানান, “প্রসবের সময় যন্ত্রণায় চিৎকার এবং ছটফট করার জন্যই আমার উপর এই অত্যাচার চালানো হয়েছে। নার্সরা আমাকে মারধর করেছে।”

শুধু এখানেই শেষ নয়, প্রহৃত গর্ভবতী মহিলার পরিবারের লোকজন এ বিষয়ে জানতে গেলেও তাদের উপরও খারাপ আচরন করে হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ। এক সদস্য জানান, “আমি জিজ্ঞেস করতে গেলে আমাকে বলে, বুড়ি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব।”

তাদের সামনেও ক্ষোভ উগরে দিতে থাকেন রোগীর পরিবারের সদস্যরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের তরফ থেকে এই বিষয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানানো হয়েছে। তারা দাবি করতে থাকেন অভিযুক্ত নার্সরা যেন উপযুক্ত শাস্তি পায়।