বিশ্বভারতীর সমাবর্তনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অনুষ্ঠান মঞ্চে যা বললেন

অমরনাথ দত্ত : সূচি অনুযায়ী আজ বিশ্বভারতীতে শুরু হয় ৫০তম সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যপাল জগদীপ ধনকার।

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে রবিবার বিকাল ৪ টের সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং রাজ্যপাল জগদীপ ধনকার এসে পৌঁছেছেন বিশ্বভারতীতে। রাতে রাষ্ট্রপতি ছিলেন রথীন্দ্র অতিথি গৃহে। আজ সকালে সমাবর্তনে যোগ দেন।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশ্বভারতী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূয়সী প্রশংসা করে বলেন, “এখানে উপস্থিত হওয়া আমার পক্ষে সত্যিই বড় সৌভাগ্যের। এটি সেই আশীর্বাদপ্রাপ্ত জায়গাগুলির মধ্যে একটি যা ভারতকে সংজ্ঞায়িত করে, আমাদের সভ্য মূল্যবোধকে নতুন করে কল্পনা দেয়। এটি সেই জায়গা যা আমাদের জাতীয় জীবনে নতুন শক্তি জোগায়। সুতরাং, আমি এখানে শুধু দর্শনার্থী বা পরীদর্শক হিসাবেই উপস্থিত হইনি, সমানভাবে বিনীত তীর্থযাত্রী এবং জ্ঞানের অনন্তকালের অনুসন্ধানের উত্তরের সন্ধানকারী হিসাবে আমি এসেছি। আমি শিক্ষার ও জীবনযাপনের পরীক্ষার এই দুর্দান্ত আসনের জন্য প্রতিষ্ঠাতার কাছে প্রণাম জানাই। আমি এটিকে তীর্থস্থান হিসাবে অভিহিত করি। কারণ আধুনিক ভারতের দুই সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীজি এখানে প্রায়শই দেখা করতেন।”

এছাড়াও আজ তিনি তাঁর বক্তব্যের শুরুতেই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রার্থনা করে। বলেন, “আমি ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রাণহানি ও ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা জানাই। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা ক্ষতিগ্রস্থদের সাথে রয়েছে।”