বিশ্বভারতীতে এসে পৌঁছালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

অমরনাথ দত্ত : আগামী ১১ ই নভেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন। যে অনুষ্ঠানে এবছরের মূল কেন্দ্র বিন্দু হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ইতিমধ্যেই তিনি আজ বোলপুরে এসে পৌঁছালেন।

রাষ্ট্রপতির আগমনে বিশ্বভারতীর পড়ুয়ারা আলপনা এঁকে সাজিয়ে তুলেছে বিশ্বভারতী চত্বর। বিশ্বভারতীতে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ছবি ও উত্তরীয় দিয়ে। এর আগে গত বছর সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতীতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার বিশ্বভারতী মুখরিত রাষ্ট্রপতিকে পেয়ে।

রবিবার বৈকাল ৪ টে নাগাদ বোলপুরে এসে পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক রামনাথ কোবিন্দ। এদিন তিনি অন্ডাল থেকে হেলিকপ্টার করে শান্তিনিকেতন কুমির ডাঙ্গার মাঠে নামেন। তাঁর সাথেই শান্তিনিকেতনে এলেন রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনকড়। এরপর রাষ্ট্রপতি রথীন্দ্র অতিথি গৃহে রাত্রিবাস করবেন। আগামীকাল সকালে সমাবর্তন অনুষ্ঠিত হবে আম্রকুঞ্জের জহর বেদীতে।

রাষ্ট্রপতির আগমন ঘিরে বিশ্বভারতীকে সাজিয়ে তোলার পাশাপাশি বীরভূম জেলা প্রশাসন ও বিশ্বভারতীর কয়েক দফা দ্বিপাক্ষিক বৈঠকে নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করে তোলা হয়েছে।