সমাবর্তন ঘিরে সেজে উঠছে বিশ্বভারতী, কখন আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ?

অমরনাথ দত্ত : আগামী ১১ ই নভেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন। যে অনুষ্ঠানে এবছরের মূল কেন্দ্র বিন্দু হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ইতিমধ্যেই তাঁর আগমনের চূড়ান্ত সূচি পেয়ে সেজে উঠতে শুরু করেছে বিশ্বভারতী।

রাষ্ট্রপতির আগমনে বিশ্বভারতীর পড়ুয়ারা আলপনা এঁকে সাজিয়ে তুলতে শুরু করেছে বিশ্বভারতী চত্বর। বিশ্বভারতীতে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ছবি ও উত্তরীয় দিয়ে। এর আগে গত বছর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিশ্বভারতী পেয়েছিল ঘটেছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এবার বিশ্বভারতী মুখিয়ে রয়েছে রাষ্ট্রপতির জন্য।

রাষ্ট্রপতির আগমন ঘিরে বিশ্বভারতীকে সাজিয়ে তোলার পাশাপাশি বীরভূম জেলা প্রশাসন ও বিশ্বভারতীর কয়েক দফা দ্বিপাক্ষিক বৈঠকে নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করে তোলা হয়েছে। সেদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠান ১১ ই নভেম্বর সকাল দশটা থেকে আম্রকুঞ্জে শুরু হবে।সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং মাননীয় রাজ্যপাল জাগদীপ ধনকার। তবে সমাবর্তন অনুষ্ঠান ১১ তারিখ হলেও ১০ তারিখে দুপুর নাগাদ রাষ্ট্রপতির বিশ্বভারতীতে আগমনের সূচি রয়েছে।সমাবর্তন অনুষ্ঠানে তিনি ঘন্টাখানেক উপস্থিত থেকে প্রথা অনুযায়ী বিশ্বভারতীর পড়ুয়াদের হাতে শংসাপত্র ও ছাতিম পাতা তুলে দেবেন।