Aadhaar কার্ড নিয়ে বাড়ছে দু’নম্বরি, সুরক্ষিত রাখার সহজ কয়েকটি উপায়

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। তবে এই আধার কার্ড এখন যতটাই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে ঠিক ততটাই শুরু হয়েছে দু’নম্বরি। এই দু’নম্বরির হাত থেকে নিজেদের আধার কার্ডকে বাঁচিয়ে রাখার জন্য UIDAI এর তরফ থেকে বেশ কিছু উপায় বের করা হয়েছে।

UIDAI এর তরফ থেকে নিজেদের আধার কার্ডকে সুরক্ষিত রাখার জন্য যেসকল উপায় বের করা হয়েছে সেই সকল উপায়েকে অবলম্বন করে নাগরিকরা সহজেই যেকোন ধরণের প্রতারণার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেন। আর এই সকল উপায় অবলম্বন করার জন্য প্রয়োজন কেবলমাত্র সামান্য সচেতনতা ও কয়েকটি বিষয় খেয়াল রাখা।

নিজেদের আধার কার্ড সুরক্ষিত রাখার জন্য সবসময় ব্যবহার করুন mAadhaar অ্যাপ। এই অ্যাপ গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যায়। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে।

এরপর নিজেদের আধার নম্বর ওই অ্যাপে যুক্ত করে চার ডিজিটের পিন সেট করে নিতে পারবেন। এরপর এই অ্যাপে থাকা বেশ কিছু অপশন কাজের পরিপ্রেক্ষিতে অন এবং অফ করে নিতে হবে। তাহলেই আধার কার্ড নিয়ে প্রতারণার হাত থেকে বাঁচা যেতে পারে।

আধার কার্ড সুরক্ষিত রাখার জন্য বায়োমেট্রিক এবং নিজেদের আধার ডেটা লক করে রেখে দিতে হবে। যখন প্রয়োজন পড়বে তখন এগুলি আনলক করে ব্যবহার করা যাবে। এতে অন্য কেউ আপনার আধার নম্বর ব্যবহার করতে পারবেন না।

এর পাশাপাশি সরাসরি আধার নম্বর দেওয়ার পরিবর্তে গ্রাহকরা আধার কার্ডের ভার্চুয়াল আইডি ব্যবহার করতে পারেন। ভার্চুয়াল আইডি এই অ্যাপ থেকেই বের করা যেতে পারে অথবা UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও বের করা যেতে পারে।