Amul Milk: মধ্যবিত্তের চিন্তার দিন শেষ, দাম কমেছে আমূল দুধের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Amul Milk: বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সবথেকে বেশি কষ্ট করে সংসার চালাতে হয় মধ্যবিত্ত মানুষকে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে মাথায় হাত মধ্যবিত্তের। সম্প্রতি তাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুসংবাদ! দুধ হল এমন একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস যা মধ্যবিত্তের সংসারে প্রতিদিন লাগে। এবার থেকে দুধের দামেও দেখা যাবে দুর্দান্ত চমক।

Advertisements

নামী দুধের সংস্থা আমূল (Amul Milk) মধ্যবিত্তকে কিছুটা রেহাই দিতে নিল এক চমকপ্রদ সিদ্ধান্ত। তিন ধরনের দুধের দাম কমালো এই নামী দুধের সংস্থা। বাজার চলতি আমূল গোল্ড, আমূল তাজা ও আমূল টি স্পেশাল। এক লিটারের প্রতি প্যাকেট এক টাকা করে দাম কমল। সংস্থার তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানালো হলো।

Advertisements

সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, আমূল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, বর্তমানে সেই দাম কমে হয়েছে ৬৫ টাকা। আমূল (Amul Milk) টি স্পেশালের দাম ছিল ৬২ টাকা এবং নতুন দাম হয়েছে ৬১ টাকা। অন্যদিকে আমূল তাজা ৫৪ টাকার পরিবর্তে হয়েছে ৫৩ টাকা। যারফলে কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। বর্তমানে দুধের চাহিদা অনেকটাই বেশি আমজনতার ঘরে ঘরে।

Advertisements

আরও পড়ুন: রিয়েল এস্টেট অ্যাপে নতুন প্রযুক্তির উন্মোচন, বাড়িতে বসেই অনলাইনে ঘুরে দেখা যাবে পুরো বাড়ি

দুধ এমন একটি প্রয়োজনীয় জিনিস যা ছোট থেকে বড়, সকলের কাছেই অত্যন্ত দরকারি। যদি দুধের নাম লাগাম ছাড়া হয়ে যায় তাহলে সবথেকে বেশি সমস্যা হবে শিশু, বৃদ্ধদের। সেইদিক চিন্তা করেই মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করে দাম হ্রাস করা হয়েছে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা নতুন দামের কথা ঘোষণা করেছেন। নতুন এই সিদ্ধান্তে খুশি হবে সমাজের সকল শ্রেণীর মানুষ। দরিদ্র শ্রেণীর মানুষদের তাদের শিশুদের দুধের পুষ্টি থেকে বঞ্চিত করতে হবে না।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যেভাবে আকাশছোঁয়া হচ্ছে তাতে সংসার চালানো রীতিমতো কষ্টসাধ্য হয়ে পড়ছে সাধারণ মানুষের পক্ষে। তার মাঝে এই সিদ্ধান্ত সত্যি প্রশংসনীয়। সবথেকে আনন্দের বিষয় হলো বাড়ির ছেলেমেয়েরা অন্তত দুধের পুষ্টিটা পাবে। বর্তমানে যেভাবে প্রাণিজ প্রোটিনের দাম বাড়ছে, তা ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে বসেছে। সংস্থার (Amul Milk) দাম কমানোর সিদ্ধান্ত স্বস্তি দিয়েছে মধ্যবিত্তকে। লাভের পরিবর্তে জনসেবাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।

Advertisements