সাতসকালে সমুদ্রের ধারে মোদি, নিজের হাতে কুড়োলেন প্লাস্টিক

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি দেশকে প্লাস্টিক মুক্ত করার শপথ নিয়েছেন। স্বচ্ছ ভারতের কর্মসূচিও তাঁর হাত ধরে। এদিন সাতসকালে তাঁকেই দেখা গেল তামিলনাড়ুর মামাল্লাপ্পুরম সৈকতে নিজের হাতে প্লাস্টিক বর্জ্য কুড়াতে। যা ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতসকালে সমুদ্রসৈকতে প্রাতঃভ্রমণে বেরিয়ে এহেন পদক্ষেপ দেশবাসীকে প্লাস্টিক বর্জন করার বার্তা যেমন দেবে, ঠিক তেমনই স্বচ্ছ ভারতের বার্তাও বহন করবে বলে মন্তব্য নেটিজেনদের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের জন্য তিনি এই মুহূর্তে রয়েছেন তামিলনাড়ুতে। আর সেখানেই স্বচ্ছ ভারতের বার্তা তিনি দিলেন নিজের হাতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটার হ্যান্ডেলের একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে সাত সকালে তিনি একটি কালো টি শার্ট এবং প্যান্ট পড়ে প্রাতঃভ্রমণ করছেন। তার হাতে প্লাস্টিকের একটি থলিতে রয়েছে প্রচুর প্লাস্টিক বর্জ্য পদার্থ। আর তিনি নিজের হাতেই বর্জ্য প্লাস্টিক পদার্থ সংগ্রহ করে ঢুকাচ্ছেন ওই প্যাকেটে।

একেবারে খালি পায়ে, হাতে দস্তানা ছাড়াই ঐসকল প্লাস্টিক প্রায় আধঘন্টা ধরে সংগ্রহ করে তিনি তুলে দেন এক হোটেল কর্মীর হাতে। ভিডিওটি তাঁর টুইটার হ্যান্ডেলের পোস্ট পাওয়ার পরই ভাইরাল হয়ে ওঠে।