নিজের কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিলেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুক্রবার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস এবং আমেদাবাদ মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন। এই সকল অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে যেমন ট্রেনের সাওয়ারি করতে দেখা যায় ঠিক তেমনই আবার তাকে নজির তৈরি করতে দেখা যায় নিজের কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তার করে দেওয়ার জন্য।

ভারতের আইন অনুযায়ী জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যেকোনো যানবাহনকে তাদের যাতায়াতের জন্য রাস্তা করে দিতে হবে। এই সকল যানবাহনের তালিকায় আবশ্যিকভাবে নাম রয়েছে অ্যাম্বুলেন্সের। কারণ এই অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগীদের নিয়ে যাওয়া হয়ে থাকে। কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম মানতে দেখা যায় না।

বিশেষ করে উল্টো পুরান দেখা যায় ভিআইপিদের ক্ষেত্রে। যেখানে দেখা যায় ভিআইপিদের রাস্তা করে দেওয়ার জন্য অন্যান্য যানবাহনদের আটকে দেওয়া হয়। এমনকি বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে এই সকল আটকে পড়া যানবাহনদের মধ্যে অ্যাম্বুলেন্সও থেকে যায়। এবার সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিয়ে নজির তৈরি করার পাশাপাশি কিভাবে আইন মেনে চলতে হয় তাও দেখালেন।

শুক্রবার নরেন্দ্র মোদী তার কনভয়ে আমেদাবাদ থেকে গান্ধীনগর যাচ্ছিলেন। আমেদাবাদ গান্ধীনগর রোড ধরে তার কনভয় ছোটার সময় সেই রাস্তায় হঠাৎ এগিয়ে আসে একটি অ্যাম্বুলেন্স। এরপরই নরেন্দ্র মোদির কনভয় থামানো হয় এবং সেই অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেওয়া হয়। বিজেপির তরফ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে।

বিজেপি তরফ থেকে সেই ভিডিও পোস্ট করার পাশাপাশি জানানো হয়েছে, “আহমেদাবাদ থেকে গান্ধীনগর যাওয়ার পথে প্রধানমন্ত্রীর কনভয় অ্যাম্বুল্যান্সকে রাস্তা ছেড়ে দেয়।”