জুতো খুলে, হাত জোড় করে রাধাকৃষ্ণ মন্দিরে প্রার্থনা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : শিক্ষা বা আধুনিকতা যে ভক্তির পরিপন্থী নয় এই আপ্ত কথাটিই পুনরায় প্রমাণ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। অনেক সময় দেখা যায় আধুনিক শিক্ষা ব্যবস্থার ফলে মানুষ এত বেশি পরিমাণে বিজ্ঞানমনস্ক হয়ে উঠছেন যে তারা প্রকাশ্যে ভগবান বিরুদ্ধ হয়ে উঠছেন। সর্বশক্তিমান বলে যে কেউ একজন আছেন তাই অস্বীকার করতে শুরু করেন বিজ্ঞানমনস্ক মানুষজন।

কিন্তু আধুনিক আর বিজ্ঞানমনস্ক হওয়া মানেই ভগবানের অস্তিত্বে অবিশ্বাস নয়-বিদেশের একজন প্রধানমন্ত্রী এই কথাই যেন প্রমাণ করে দিলেন আবারও। ‘আপনি আচরি ধর্ম পরেরে শেখাও’ অর্থাৎ যদি অন্যকে কিছু শেখাতে চাও তাহলে নিজের আচরণের মধ্যে দিয়েই সেটা শেখাও। ধর্ম তাই যা মানুষকে ধারণ করে। দয়া মায়া, বিনম্রতা, সহনশীলতা, সমমনস্কতা, ভক্তি, অহং হিংসা দ্বেষ মুক্ত নির্মল মানসিকতা এগুলোই ধর্ম। আর এগুলোই মানুষকে ধারণ করে অর্থাৎ বিশ্বের দরবারে মানুষের ব্যক্তিত্বকে তুলে ধরে। আর এই ধর্মই যদি অপরকে শেখাতে চান তাহলে নিজের আচরণের মধ্যে দিয়েই শেখানো উচিত। ঠিক এই কাজটিই করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, দেশের প্রথম মানুষ হয়ে তিনি নিজের দেশের সঙ্গে সারা বিশ্বকেই দিলেন বিনয় ও ভক্তির পাঠ।

জাসিন্ডা আরডার্ন বরাবরই বিশ্বের দরবারে নিজের দক্ষতা দেখিয়ে প্রশংসা অর্জন করেছেন। গোটা বিশ্ব যখন করোনার কবলে তখন নিউজিল্যান্ডের এই প্রধানমন্ত্রী ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেন নিজের দেশকে করোনামুক্ত করার দক্ষতা দেখিয়ে। এছাড়া মসজিদে ঢুকে নামাজরত মুসলিমদের উপর আ’ততায়ীদের হাম’লাকান্ডকেও তিনি দক্ষ হাতে সামলে ছিলেন। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পরে গোটা বিশ্ব তার প্রশংসায় পঞ্চমুখ।

রাম মন্দিরের ভূমি পুজার পরের দিনই ৬ ই আগস্ট তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি মন্দিরে যান। এটি একটি রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরে গিয়ে তার ভক্তিময় আচরণ গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে জুতো খুলে, হাতজোড় করে রাধাকৃষ্ণের মন্দিরে প্রবেশ করছেন তিনি। মন্দির ঢুকে তিনি সেখানে গিয়ে প্রার্থনা করেন। রাধাকৃষ্ণ মন্দির ঢোকামাত্রই ওনার কপালে মন্দিরের পুরোহিত তিলক পরিয়ে দেন। হলুদ উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়। ভিডিওটিতে দেখা যায় তিনি হাতে ফুল নিয়ে ভগবানের সামনে প্রার্থনা করছেন।

আদিত্য রাজ কউল নামে একজন ব্যক্তি এই ভিডিওটি টুইটারে টুইট করেছেন। ভিডিওটি টুইট করার সময় ক্যাপশনে তিনি লেখেন, “রামমন্দিরের ভূমি পুজোর ঠিক পরের দিনই অর্থাৎ ৬ আগষ্ট নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী রাধা কৃষ্ণের মন্দির দর্শন করতে যান। সেখানে তিনি ভক্তির সঙ্গে ভগবানের প্রার্থনাও করেন। নিউজিল্যান্ডে ভারতবর্ষের হিন্দি ভাষা ভীষণ জনপ্রিয়। এদেশে হিন্দি হলো সবথেকে বেশি মানুষের মধ্যে বলা চতুর্থ ভাষা।”