তালা বন্ধ জেল, পালালো চোর, কিভাবে সম্ভব, ডেমো দেখালো চোর

নিজস্ব প্রতিবেদন : তালা বন্ধ জেল থেকে চোর পালিয়ে যাওয়ার ঘটনা খুব একটা নজরে না এলেও ঘটে না এমনটা নয়। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কিভাবে তালা বন্ধ থাকা জেল থেকে চোর পালাতে সক্ষম হলো!

লোহার লক আপ। হাত এদিক ওদিক করতে পারা যায় এইটুকু ফাঁকা জায়গার মধ্যে দিয়ে কিভাবে চোর গলিয়ে পালাতে সক্ষম! বিষয়টি বিশ্বাস না হওয়ারই। কিন্তু এমনটাই করে দেখিয়েছেন এক চোর। তিনি আবার পুলিশকে সেই কারসাজির ডেমো দেখিয়েছেন।

চোরের পুলিশকে ডেমো দেখানো সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং তা নিমেষে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। জানা গিয়েছে এমন ডেমো দেখানোর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। তবে এমন ডেমো দেখানোর বিষয়টি উদঘাটন হল কিভাবে?

জানা গিয়েছে, দিন কয়েক আগে সেখানকার পিম্পরি-চিঞ্চওয়াডের চাকান পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায় এক চোর। চোরের ওই পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ অবাক হয়ে যায়। কারণ লক-আপের গেট বন্ধ এবং অক্ষত অবস্থায় ছিল, তাহলে কিভাবে পালাতে সক্ষম হলো ওই চোর? তবে যাই হোক পুলিশ ওই চোরকে পুনরায় ধরতে সক্ষম হয় এবং তারপরেই উদঘাটন হয় এইভাবে পালিয়ে যাওয়ার রহস্য।

পুলিশ ওই চোরের কাছে জানতে চায় কিভাবে সে পালিয়ে গেল। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরো ঘটনাটি বলার সঙ্গে সঙ্গে পুলিশ অবাক হয়ে যান এবং তাকে ডেমো দেখাতে বলেন। তারপরেই লক আপের দুটি লোহার মাঝের ছোট ফাঁক দিয়ে কিভাবে নিজের শরীর গুলিয়ে ওই চোর বের হয়েছিলেন তা করে দেখান।