বেসরকারি স্কুলে পড়ুয়াদের পোশাক বিতর্ক, অভিভাবকদের বিক্ষোভ

অমরনাথ দত্ত : বোলপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ুয়াদের পোশাক বিতর্কে সরগরম এলাকা। বেশ কয়েক জন পড়ুয়ার পোশাক খুলে নেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনা গড়ায় থানা পর্যন্ত। গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি মঙ্গলবার ফের স্কুলে বিক্ষোভ অভিভাবকদের।

জানা গিয়েছে, গতকাল ভুল পোশাক পরে স্কুলে আসে বেশ কিছু পড়ুয়া। ভুল পোশাক পরে আসার জন্য ওই সকল পড়ুয়াদের পোশাক খুলে নেওয়া হয়। সারাদিন ওই পড়ুয়ারা বিনা পোশাকেই ক্লাস করে। ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে পড়ুয়াদের অভিভাবকরা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকাল থেকে ফের স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। অভিভাবকদের চাপে স্কুল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নিলেও অভিভাবকরা দীর্ঘক্ষন স্কুলের বাইরে বিক্ষোভ দেখান।

অভিভাবকদের দাবি, এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের প্রিন্সিপালকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে। যদিও স্কুলের এক শিক্ষকের দাবি,স্কুলের পরিকাঠামো এবং মানকে বদনাম করতে বেশকিছু মানুষ উঠে-পড়ে লেগেছেন।