আর্থিক প্রতারণা থেকে বাঁচুন! জানুন PayTm থেকে Aadhaar ডি-লিঙ্কের পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম পেটিএম, এয়ারটেল ব্যাঙ্ক বা এজাতীয় অনলাইন পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহারকারীরা অসাবধানতাবশত কতটা বিপদের সম্মুখীন হতে পারেন। যেমন ধরুন আপনার আধার নাম্বারের মাধ্যমে আগে ব্যবহৃত একটি মোবাইল নাম্বারে পেটিএম বা এই জাতীয় অনলাইন পেমেন্ট ব্যাঙ্ক খুলে রেখেছেন। অথচ সেই নাম্বারটি বর্তমানে ব্যবহার করেন না। ব্যবহার না করার দরুন নাম্বারটি আপনার কাছে না থাকলেও ওই নাম্বারের সাথে থাকা অনলাইন পেমেন্ট ব্যাঙ্কটি এখনও সক্রিয় রয়েছে। যেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, যখন নতুন কোন মোবাইল নাম্বারে আধারের মাধ্যমে অনলাইন পেমেন্ট ব্যাঙ্ক খুলতে যাবেন। তখনই আপনাকে বলে দেওয়া হবে আপনার এই আধার নাম্বারে আগেই একটি পেমেন্ট ব্যাঙ্ক সক্রিয় রয়েছে। তাহলে করনীয়!

প্রসঙ্গত এও জেনে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্ট ব্যাঙ্ক, মোবাইল নাম্বার, অনলাইন পেমেন্ট ব্যাঙ্কের মতো সংস্থার সাথে আধার লিঙ্ক করার বিপক্ষে রায় দিয়েছিল গত বছরই। কিন্তু তার আগেই অনেকেই এই সকল সংস্থার সাথে আধার সংযুক্তিকরণের কাজ সেরে ফেলেছেন। তাই যারা এরকম সমস্যা অর্থাৎ নিজের কাছে না থাকা নাম্বারে পেটিএম ব্যাঙ্ক খোলা রয়েছে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সাথে আধার ডি-লিঙ্ক করার পদ্ধতি জানানো হলো।

পেটিএম থেকে আধার বিচ্ছিন্ন করার পদ্ধতি

১) আপনাকে পেটিএমের হেল্পলাইনে ফোন করতে হবে। নাম্বার হলো ০১২০৪৪৫৬৪৫৬।

২) পেটিএম ব্যাঙ্ক থেকে আধার ডি-লিঙ্ক করার জন্য পেটিএমকে ইমেলের মাধ্যমেও অনুরোধ পাঠাতে পারেন। ইমেল করার পদ্ধতি আপনি পেটিএম অ্যাপে পেয়ে যাবেন।

৩) ইমেল পাঠানোর পর আপনি একটি পেটিএমের পক্ষ থেকে ই-মেল পাবেন, যেখানে আপনাকে আপনার আধারের একটি সফট কপি পাঠাতে বলা হবে। আপনাকে আপনার আধার কার্ডের একটি পরিষ্কার ছবি পেটিএমকে একটি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।

৪) সব প্রক্রিয়া হয়ে গেলে পেটিএমের পক্ষ থেকে আপনাকে একটি মেল ​​পাঠানো হবে। যাতে লেখা থাকবে, যে আপনার আধার ৭২ ঘন্টার মধ্যে ডি-লিঙ্ক হয়ে যাবে।