BIET কলেজে দুর্নীতি, কলেজ বাঁচাতে ধর্ণায় অধ্যাপকদের একাংশ

কলেজের দুর্নীতি রুখে কলেজ বাঁচাতে ধর্নায় ১৪০ জন অধ্যাপক।

হিমাদ্রি মন্ডল : ছাত্র ভর্তিতে ব্যাপক দুর্নীতি, বেতন পাচ্ছেন না অধ্যাপক অধ্যাপিকারা। কোটি কোটি টাকা নয়ছয় করছে কলেজ কর্তৃপক্ষ, বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে ছাত্রদের কাছ থেকে, এমনই সব বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্না মঞ্চে বীরভূমের সিউড়ির প্রখ্যাত কলেজ BIET কলেজের প্রায় ১৪০ জন অধ্যাপক অধ্যাপিকা।

কলেজ ক্যাম্পাসেরর ভিতরে বিক্ষোভ দেখিয়েছেন ১০ থেকে ১২ দিন। কোনো লাভ হয়নি তাতে, কর্তৃপক্ষ কর্ণপাত করতে নারাজ হওয়ায় অধ্যাপক অধ্যাপিকাদের বিক্ষোভে। বাধ্য হয়ে কলেজের মূল দরজার সামনে ধর্নায় বসেছেন তারা।

তাদের দাবি, অবিলম্বে এই কলেজকে তুলে দিতে হবে সরকারের হাতে। দুর্নীতিমুক্ত করতে হবে কলেজকে। অধ্যাপক অধ্যাপিকাদের বেতন দেওয়া হচ্ছে না দীর্ঘ ৬ মাস ধরে, সমস্ত বেতন ও বকেয়া বিভিন্ন টাকা মিটিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে। পাশাপাশি স্বচ্ছ পরিকাঠামোর মধ্যে চালাতে হবে কলেজ।

তাদের আরও দাবি কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে রাজনৈতিক নেতারা, ফায়দা লুটতে চাইছে তারা। যতদিন না এইসব দাবি-দাওয়া মেনে না নেওয়া হবে ততদিন চলবে বিক্ষোভ, ধর্না মঞ্চ। প্রয়োজনে চাকরি ছাড়তে রাজি তারা।

কলেজের অধ্যাপিকা সর্মিতা দত্ত জানান, “দীর্ঘদিন ধরে কলেজে অনিয়ম চলছে, তহবিল ফাঁক হয়ে যাচ্ছে। কনট্রাক্টরদের নামে কোটি কোটি টাকা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। এমনকি সংখ্যালঘুদের স্কলারশিপ নিয়েও দুর্নীতি চলছে কলেজের মধ্যে।”

শিক্ষকদের আনা এই অভিযোগের ভিত্তি কতটা জানতে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কলেজে ডিরেক্টর অমিতাভও সিনহার সাথে। যদিও উনার ফোন বন্ধ থাকায় কোন কথা বলা সম্ভব হয়নি উনার সাথে।