কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে এবার বিক্ষোভ খোদ সিউড়ি শহরে

হিমাদ্রি মন্ডল : কোয়ারেন্টাইন সেন্টারকে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলকে। গ্রামের বাসিন্দাদের বারংবার দাবি জনবসতিপূর্ণ এলাকায় কোন রকম ভাবে কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না। আর এবার সেই বিক্ষোভের আগুণ ছড়িয়ে পড়ল খোদ শহরে। সিউড়ি শহরে একটি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে শুক্রবার বিক্ষোভ দেখা যায়। চলে পথ অবরোধও।

কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে শুক্রবার বীরভূমের সিউড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের ১-এর পল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে সিউড়ি বেনীমাধব উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যেই রয়েছে একটি আদিবাসী হোস্টেল।সেই হোস্টেলকে কোয়ারেন্টাইন সেন্টার করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। কিন্তু তারা এই জনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে দেবেন না।

এলাকার বাসিন্দাদের দাবি, “প্রশাসনের আরও অনেক জায়গা রয়েছে সেখানে কোয়ারেন্টাইন সেন্টার করুক। এমন জনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করলে আমাদের এবং আমাদের বাচ্চাদের অসুবিধা হবে। আমরা এখানে কোন ভাবেই কোয়ারেন্টাইন সেন্টার করতে দেব না।”

কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে এই বিক্ষোভের কারণে এলাকার বাসিন্দারা প্রায় আধঘন্টা পথ অবরোধ করেন। সিউড়ি থেকে রাজনগর যাওয়ার মূল রাস্তা তিনদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। এরপর পুলিশ গিয়ে এলাকার বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন ও পথ অবরোধ তুলে দেন।

প্রসঙ্গত, বীরভূমে করোনা সংক্রমণ প্রথম থেকেই নিয়ন্ত্রণে ছিল। তবে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরার সাথে সাথেই তরতরিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। সূত্র মারফত জানা গিয়েছে জেলায় এখনো পর্যন্ত সংক্রমনের সংখ্যা ছাড়িয়েছে ১০০। আর এই সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন নানান উদ্যোগ নিতে শুরু করেছে। যেমন ব্লকে ব্লকে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে পরিযায়ী শ্রমিকদের রাখা, পরিযায়ী শ্রমিকদের হাতে ভোট দেওয়ার মতো কালি দিয়ে চিহ্নিতকরণ করা ইত্যাদি। কিন্তু এই সকল পদক্ষেপ বিশেষ করে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা নিয়ে বারবার ধাক্কা খেতে হচ্ছে জেলা প্রশাসনকে। আর এবার সেই ধাক্কা খোদ সিউড়ি শহরেই।