জেলায় প্রথম দুর্গা পুজো কার্নিভাল, জেনে নিন সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর পর প্রতিবছর কলকাতায় কার্নিভাল আয়োজন করা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এবার বাংলার এই দুর্গাপুজো ইউনেস্কোর বিশেষ সম্মান পাওয়ার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি জেলায় এই কার্নিভাল আয়োজিত হবে।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলায় কার্নিভাল নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই রকমই বীরভূমেও চলছে এই কার্নিভাল আয়োজনের প্রস্তুতি। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আগামীকাল অর্থাৎ ৭ অক্টোবর প্রতিটি জেলায় এই কার্নিভাল আয়োজিত হবে এবং কলকাতায় আয়োজিত হবে ৮ অক্টোবর অর্থাৎ শনিবার।

রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বীরভূমে শুক্রবার বিকাল ৫ টায় শুরু হবে এই কার্নিভাল। বীরভূমের সিউড়ি শহরের সার্কিট হাউস মোড়ে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও সরকারিভাবে প্রথমবার এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে। কার্নিভালের আয়োজনের জন্য ইতিমধ্যেই সিউড়ির সার্কিট হাউস মোড়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড।

সিউড়ির বেনীমাধব ইনস্টিটিউশনের মাঠে প্রথমে বিভিন্ন মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা আনা হবে। তার জন্য সেখানেও লাইট টাওয়ার থেকে শুরু করে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। এরপর সেখান থেকে একে একে প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা এগিয়ে যাবেন সার্কিট হাউস মোড়ের দিকে এবং এসপি মোডে গিয়ে সেই কার্নিভাল শেষ হবে। কার্নিভাল শেষে পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে যাবেন বিসর্জনের জন্য।

বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই যে কার্নিভালের আয়োজন করা হয়েছে সেখানে মোট ১৩ থেকে ১৫ টি পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করবেন। অধিকাংশ প্রতিমা সিউড়ি পৌরসভা এলাকার থাকলেও থাকছে দুবরাজপুর এবং পঞ্চায়েত এলাকারও কয়েকটি প্রতিমা। জেলায় প্রথম এই ধরনের কার্নিভালকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। তারা তাকিয়ে রয়েছেন শুক্রবার বিকাল পাঁচটার দিকে।