রেললাইনে সিংহ শুয়ে থাকা অবস্থায় আসছে ট্রেন, ভিডিও দেখে হাসির রোল

নিজস্ব প্রতিবেদন : বিপদ সামনে দেখেও যখন আমরা সেটিকে উপেক্ষা করি তখন আমরা নিজেদের জীবনকে আরও বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন করে থাকি। এই বার্তাটি দেওয়ার জন্যই হায়দ্রাবাদের পুলিশ কমিশনার একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে রেললাইনের উপর শুয়ে আছে একটি সিংহ। আর দূর থেকে দ্রুত গতিতে আসছে একটি ট্রেন। এদিকে ট্রেনটিকে আসতে দেখে সিংহটির সরার কোন নাম গন্ধ নেই। এক সময় দেখা যায় যে ট্রেনটি গতি না কমিয়ে চলে গেল। সবাই যখন ভাবছেন গেল গেল, তখন দেখা গেল তেমনটা হলো না।

আসলে আতঙ্কিত হবার কিছু নেই। কারণ এটি একটি ফেক ভিডিও। ভিডিওটি শেষ অবধি দেখলেই বোঝা যাবে যে কিভাবে সিংহের ছবিটি রেললাইনের উপর বসানো হয়েছে। রাচাকোন্ডার পুলিশ এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে দুটো বার্তা দিয়েছে, এক কোনভাবেই বিপদকে উপেক্ষা করা উচিত নয়। দুই বর্তমান যুগে মিথ্যাই বেশি। তাই কোন কিছুকে সঠিকভাবে যাচাই না করে ফেক নিউজ অথবা ভিডিওতে বিশ্বাস করতে নেই।

ভিডিওটি শেয়ার করার সময় লেখা হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় সমস্ত পোস্ট বিশ্বাস করবেন না।” এরপর একটি হ্যাশট্যাগ দিয়ে কিছু ফেক নিউজও জুড়ে দেওয়া হয়েছে। একদিনের মধ্যেই দেড় লাখেরও বেশি মানুষ এই সচেতনতামূলক ভিডিওটি দেখে ফেলেছেন। আর মুহূর্তের মধ্যেই ভিডিওটি হয়ে গেছে ভাইরাল।