‘গরিবের পেটে লাথি’, অভিনয়ের পাশাপাশি অনলাইনে শাড়ি বেচে সমালোচনার মুখে রচনা

নিজস্ব প্রতিবেদন : ‘দিদি নম্বর ওয়ান’-এর দিদি রচনা ব্যানার্জি দিন কয়েক ধরেই রহস্যমণ্ডিত ভাবে কিছু করার আভাস দিচ্ছিলেন। অবশেষে সেই রহস্যের উদ্ঘাটন করলেন তিনি। ফেসবুক লাইভে তিনি তার নিজের নতুন ব্যবসার কথা ঘোষণা করলেন। অভিনয়ের পাশাপাশি এবার বাড়তি পয়সা রোজগারের জন্য তিনি খুললেন শাড়ির ব্যবসা।

নিজের নতুন শাড়ির ব্যবসার উদ্বোধন হলো নিজের হাত দিয়ে। আর এই ব্যবসার উদ্বোধন করার সময় তিনি ফেসবুক লাইভ করে শাড়ির বিবিধ সম্ভার তুলে ধরেন দর্শকদের সামনে। আর এই লাইভে এসে রচনা ব্যানার্জীর শাড়ি বিক্রির দৃশ্য দেখেই কার্যত অনেকের কাছেই কল্পনাতীত।

ফেসবুক লাইভে শাড়ি বিক্রি করা যেমন রচনা ব্যানার্জীর জন্য দর্শকদের কাছে কল্পনাতিত ঠিক তেমনই তার এই ব্যবসা দেখে অনেকেই বেশ চটেছেন। সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এত বড় সেলিব্রিটি হয়েও গরিবের পেটে লাথি মেরে শাড়ির ব্যবসা খোলার কি খুব দরকার ছিল?

নেটিজেনদের এই প্রশ্নের পাশাপাশি অনেকেই অভিযোগ করেছেন, রচনা ব্যানার্জীর শাড়ির কালেকশনের দাম অনেক বেশি। নেটিজেনদের পাশাপাশি রচনা ব্যানার্জীর এমন পদক্ষেপে চটেছেন শাড়ি ব্যবসায়ীরাও। তারা দাবি করেছেন, এমন সেলিব্রেটি ব্যবসায়ীদের জন্য মার খাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, সেলিব্রেটিদের কাছ থেকে জিনিসপত্র কেনার জন্য বহু গ্রাহক হাতের কাছে থাকা দোকানদারদের থেকে জিনিসপত্র কেনেন না। অন্যদিকে অনেকেই মন্তব্য করেছেন, রচনার কাছে শাড়ির কালেকশন ভালো থাকলেও সেগুলির যা দাম নেওয়া হচ্ছে তা মাত্রাতিরিক্ত। তবে এই সকল সমালোচনার পরেও এই অভিনেত্রীকে কোন মন্তব্য করতে দেখা যায়নি।

অন্যদিকে রচনা ব্যানার্জীর থেকে শাড়ি কেনার জন্য কিভাবে অর্ডার, পেমেন্ট এবং কিভাবে ডেলিভারি দেওয়া হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে তার ফেসবুক পেজে। তবে জনপ্রিয় এই অভিনেত্রী শাড়ির ব্যবসা খোলার বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে ইতিবাচকের পরিবর্তে নেতিবাচক প্রতিক্রিয়ায় পেয়েছেন নেটিজেনদের থেকে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সাম্প্রতিককালে টলিউডের বহু তারকারাই নিজেদের মূল ব্যবসা অভিনয় করার পাশাপাশি বাড়তি রোজগারের জন্য আলাদা আলাদা ব্যবসার দিকে ঝুঁকছেন। কেউ বড় বড় রেস্টুরেন্ট, কেউ আবার অত্যাধুনিক জিম ইত্যাদি খুলে ব্যবসা শুরু করেছেন। আর এই সকল তারকাদের খাতায় এবার শাড়ির ব্যবসা খুলে নাম লেখালেন রচনা ব্যানার্জি।