NRC ও CAB-এর বিরোধিতা বীরভূমে, রেল ও পথ অবরোধ

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ও রাজ্যসভা, দুই সভাতেই নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হয়ে এখন আইনের পথে। আর এই সংশোধনী বিল পাশ হওয়ার আগে ও পর থেকেই আসাম, ত্রিপুরার মত রাজ্যে একের পর এক প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে প্রতিবাদ গড়ে ওঠেনি। কিন্তু আজ!

বৃহস্পতিবার সকাল থেকে এনআরসি ও ক্যাবের বিরোধিতায় বীরভূমের মুরারইয়ে দেখা গেল চরম বিরোধিতা। শুরু হয় প্রতিবাদ মিছিল, রেল অবরোধ থেকে শুরু করে পথ অবরোধ। সাধারণ স্থানীয় বেশকিছু মানুষের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে মুরারই বাজার থেকে অজস্র প্রতিবাদী মানুষকে নিয়ে এই মিছিল শুরু হয়। তারপর ঘন্টাখানেক পথ অবরোধ করা হয় রামপুরহাট থেকে রাজগ্রাম যাওয়ার রাস্তায় মুরারইয়ের ভাদিশ্বর মোড়ের কাছে। এখানেই শেষ নয়, এরপরই আবার রেলস্টেশন আধঘন্টা অবরোধ করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের মূল বক্তব্য, “ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল লাগু করা হয়েছে। এই বিল প্রত্যাহার না করলে আমাদের আন্দোলন চলবে, আজ আমাদের আন্দোলনের শুরু।”

বিক্ষোভকারীদের এই অবরোধের ফলে পথ চলতি সাধারণ মানুষদের সাময়িক সমস্যার সম্মুখীন হতে হয়। এলাকায় কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য মুরারই থানার পক্ষ থেকে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।