আর চলবে না রাজধানী, শতাব্দি এক্সপ্রেস, বাজেটেই হতে পারে নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই কেন্দ্রীয় বাজেট। প্রতিবছর কেন্দ্রীয় বাজেটকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে বহু প্রত্যাশা দেখা যায়। তবে কখনো কখনো সেই প্রত্যাশা পূরণ হয় আবার কখনো প্রত্যাশার পরিবর্তে নেমে আসে হতাশা।

তবে যেহেতু ২০২৪ সালে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনের কথা মাথায় রেখে আসন্ন বাজেটে একাধিক জনদরদী প্রকল্প ঘোষণা হতে পারে এমনই আশা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন দেশের প্রতিটি মানুষ।

একসময় সাধারণ বাজেট এবং রেল বাজেট আলাদা করে হলেও এখন তা একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বাজেট অধিবেশনে সাধারণ বাজেটের থেকেও আমজনতার চোখ থাকে রেল বাজেটের দিকে। সেই মোতাবেক এবারের বাজেট অধিবেশন পেশ করার সময় রেল বাজেটের দিকে আলাদা নজর থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে যা জানা যাচ্ছে তাতে এই বাজেটেই রাজধানী, শতাব্দি এক্সপ্রেসের মত ট্রেন নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে আসন্ন বাজেটে রেলমন্ত্রকের তরফ থেকে একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করা হতে পারে। সংখ্যাটা হতে পারে ২০০ থেকে ৩০০। রেল ব্যবস্থায় আমূল পরিবর্তন এবং যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতে বর্তমানে যে সকল দ্রুত গতি সম্পন্ন ট্রেন রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি গতির ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আগামী কয়েক বছরের মধ্যে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মত ট্রেনগুলিকে বন্ধ করে তার জায়গায় সম্পূর্ণভাবে বন্দে ভারত এক্সপ্রেস নামানোর ঘোষণা হতে পারে।