ট্রেনের গার্ড প্রথা তুলে দিচ্ছে রেল, পরিবর্তে আসছে নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই ভারতীয় রেলে একাধিক রদবদল বা পরিবর্তন আনা হচ্ছে। উন্নত থেকে উন্নততর পরিষেবার জন্য এই সকল রদবদল আনছে ভারতীয় রেল। ভারতীয় রেলের এই সকল সিদ্ধান্তে দেশে যেমন দ্রুত গতিসম্পন্ন ট্রেন ছুটতে শুরু করেছে ঠিক তেমনই সুরক্ষার দিকটিও আরও গভীর হচ্ছে। এই সকল পরিবর্তনের মধ্যেই এবার ভারতীয় রেল গার্ড প্রথা তুলে দেওয়ার ঘোষণা করল।

ভারতীয় রেলের তরফ থেকে শুক্রবার ট্রেনের গার্ড পোস্টটি তুলে দিয়ে নতুন পোস্ট ঘোষণা করা হয়েছে। বলা যেতে পারে গার্ড পোস্টটির ক্ষেত্রে নতুন নামকরণ আনা হলো। এই পদের নতুন নামকরণ করা হয়েছে ম্যানেজার। নামকরণ বদলের বিষয়ে বেশ কয়েকদিন ধরেই চিন্তাভাবনা করছিল ভারতীয় রেল। তবে কি কারণে এই নতুন নামকরণ তার সম্পর্কে ভারতীয় রেলের তরফ থেকে কিছু স্পষ্ট করে জানানো হয়নি।

তবে ভারতীয় রেলের এক কর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রেলের এই পদের নামের পরিবর্তনের জন্য দাবি উঠেছিল। সেই সকল দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতেই গার্ডের নামকরণ বদলে ম্যানেজার রাখা হয়েছে। তাদের আরও বক্তব্য, গার্ড বলতে মূলত একজন নিরাপত্তারক্ষীকে বোঝানো হয়ে থাকে। যে কারণে রেলের গার্ডকে অনেকে কোন সংস্থার নিরাপত্তারক্ষী বলে ভুল ভাবতেন।

তবে এর পাশাপাশি রেলের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, ভারতীয় রেলের কর্পোরেটাইজেশনের এটি একটি ধাপ হতে পারে। গার্ডের পরিবর্তে ম্যানেজার পদটি রেলের মনোভাবের আধুনিকীকরণ।

ভারতীয় রেলের নতুন নির্দেশিকা অনুসারে, গার্ড ম্যানেজার হওয়ার পাশাপাশি সহকারি গার্ড এখন থেকে হচ্ছেন প্যাসেঞ্জার ট্রেনের সহকারি ম্যানেজার। অন্যদিকে মালগাড়ির গার্ড এখন থেকে হচ্ছেন গুডস ট্রেন ম্যানেজার, যাত্রীদের সিনিয়র গার্ড হচ্ছেন সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার এবং মেন ও এক্সপ্রেস ট্রেনের গার্ডরা হচ্ছেন মেল ও এক্সপ্রেস ট্রেন ম্যানেজার।