রেল লাইনের পাশেই বোমা, পুলিশি তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রেহায় পেল রেল

হিমাদ্রি মন্ডল : শুক্রবার সকালে বীরভূমের সিউড়ি থেকে সাঁইথিয়া রেল স্টেশনের মাঝে গোবরা এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় একটি কৌটো বোমা। স্থানীয় বাসিন্দারা বোমাটিকে দেখতে পেয়ে প্রথমে সিউড়ি থানার পুলিশকে খবর দেয়। এরপর রেল পুলিশ ও সিউড়ি থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই কৌটো বোমাটি। লাইনের উপর বোমটি ফাটলে ঘটতে পারতো বড়সড় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালবেলা ১১ টা নাগাদ সিউড়ি সাঁইথিয়া আপ রেল লাইনে কেন্দুয়া মালপাড়ার কাছে রেললাইনের ঠিক ১০০ মিটার মধ্যে পড়ে থাকতে দেখা যায় ওই কৌটো বোমাটিকে। বোমাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত খবর দেন সিউড়ি থানার পুলিশকে।

সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে দ্রুত খবর দেয় রেল পুলিশকে। খবর পেয়েই রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার কিছুক্ষণের মধ্যেই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ওই কৌটো বোমাটি।

ঘটনাটি সময় ঘটেছে সে সময় ওই লাইনে কোন রকম ট্রেন ছিল না বলেই জানা গেছে রেল সূত্রে। কিন্তু ওই সময় ট্রেন চলাচল করলে পাথরের আঘাতে ফেটে যেতে পারতো বোমাটি। আর এমনটা হলে ঘটতে পারতো বড়সড় দুর্ঘটনা।

রেললাইনের পাশে এভাবে কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।