২ কিমি রেল লাইন, আস্ত ব্রিজ, সব হাপিশ, অবাক করা নজির বিহারে

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষের মধ্যে বিহার এমন একটি রাজ্য যাকে বিভিন্ন সময় খবরের শিরোনামে আসতে দেখা যায়। বিহারকে (Bihar) এযাবত খবরের শিরোনামে আসতে দেখা গিয়েছে গুন্ডারাজ, নোংরা শহর সহ বিভিন্ন কারণে। আবার খবরের শিরোনামে আসতে দেখা গিয়েছে সদ্য নির্মিত হওয়া বড় বড় ব্রিজ ভেঙে পড়ার কারণেও। কিন্তু এবার বিহার যেভাবে নজির তৈরি করল তা কারো বিশ্বাস না হওয়ার মতোই।

তবে এসব ঘটনার মধ্যেই এবার বিহারে এমন কিছু ঘটনা ঘটে গেল যা রীতিমতো দেশের মধ্যে নজির তৈরি করেছে। এই সকল ঘটনায় আস্ত রেললাইন থেকে শুরু করে মোবাইল টাওয়ার, ব্রিজ সবকিছু হাপিশ হতে দেখা গিয়েছে। এতসব জিনিসপত্র কিভাবে চুরি হল তার শুনেই অধিকাংশ মানুষ অবাক হচ্ছেন।

জানা যাচ্ছে সম্প্রতি বিহারের সমস্তিপুর জেলায় রেললাইন চুরি হওয়ার ঘটনা ঘটেছে। রেললাইনের দু’কিলোমিটার চুরি করা হয়েছে এবং এই চুরির ঘটনায় রেলের দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাদের দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন আজব চুরির ঘটনাটি গত ২৪ জানুয়ারি সামনে আসে। এমন চুরির ঘটনাকে স্ক্র্যাপ কেলেঙ্কারি বলা হচ্ছে। জানা যাচ্ছে, সেখানে লোহাট চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে পরিবহনের জন্য যে রেললাইন ছিল তাও অব্যবহৃত অবস্থায় পড়েছিল। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ওই রেল লাইনটি চুরি হয়ে যায়। সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দ্বারভাঙ্গা আরপিএফ।

তবে শুধু রেললাইন চুরি হয়ে যাওয়ার ঘটনা নয়, এর পাশাপাশি সাম্প্রতিক কালে বিহারে ব্রিজ থেকে আস্ত মোবাইল টাওয়ার চুরি হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে। এই সকল চুরির ঘটনা এতটাই অবিশ্বাস্য যে এই ধরনের খবর জানার পর অবাক করছে দেশের মানুষকে।